Ajker Patrika

দেবরের দায়ের কোপে ভাবি জখম

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৪
দেবরের দায়ের কোপে ভাবি  জখম

যশোরের মনিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাফেজা খাতুন (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছেন দেবর শরিফুল ইসলাম। তাঁর মাথা ও পিঠে দায়ের কোপ পড়েছে।

উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত রাফেজাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ করেছেন গৃহবধূর স্বজনেরা। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শরিফুল।

রাফেজা খাতুন মোবারকপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শরিফুল ইসলাম রফিকুলের আপন ছোট ভাই।

গৃহবধূর ভাই আবু হুরায়রা বলেন, ‘সোমবার সকালে আমার ভাগনে তানভীর ও শরিফুলের ছেলে নাহিদ স্কুলে যায়। ওই সময় তারা দুজনে মারামারি করে। বিষয়টি বাড়ি এসে নাহিদ তার আব্বুকে জানায়। তখন শরিফুল ক্ষিপ্ত হয়ে আমার ভাগনে তানভীরকে মারধর করেন।’

আবু হুরায়রা আরও বলেন, ‘আমার বোন রাফেজা এ ঘটনার প্রতিবাদ করলে শরিফুল তাঁকে বেদম পেটায়। ভয়ে আমার বোন দৌড়ে দরজা লাগিয়ে নিজ ঘরে আশ্রয় নেন। তখন শরিফুল দা নিয়ে তাঁকে ধাওয়া করেন।’

আবু হুরায়রা বলেন, ‘এরপর জোর করে ঘরে ঢুকে তিনি দা দিয়ে আমার বোনের পিঠে ও মাথায় দুটো কোপ দেন।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য আমি নিজে সোমবার রাতে মোবারকপুর গ্রামে অভিযান চালিয়েছি। আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে আটকের পর এ ঘটনায় মামলা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত