Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৩
ব্রাহ্মণপাড়ায় ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ব্রাহ্মণপাড়ায় চতুর্থ ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮ ইউপিতে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ও উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের প্রশিক্ষণ কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।

এতে চেয়ারম্যান পদে ৭৫ প্রার্থীর মধ্যে তিনজন, সাধারণ সদস্য পদে ৩১০ প্রার্থীর মধ্যে ৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৮ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ ও মো. ফারুক আহমেদের নেতৃত্বে এ যাচাই-বাছাই হয়। এতে উপজেলার ২ নম্বর শিদলাই ইউপি চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মোস্তাক আহমেদ নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া ৪ নম্বর শশীদল ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দেন ৯ প্রার্থী। এর মধ্যে এইচএম গোলাম কিবরিয়া নামের বাংলাদেশ কংগ্রেস সমর্থিত এক প্রার্থী ও মো. কামাল হোসেন নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

এ ছাড়া সাধারণ সদস্য পদে ১ নম্বর মাধবপুর ইউপিতে ৩ নম্বর ওয়ার্ডের মো. কামাল হোসেন; ৪ নম্বর শশীদল ইউপিতে ৩ নম্বর ওয়ার্ডের মো. বাবুল সরকার; ৫ নম্বর দুলালপুর ইউপিতে ৫ নম্বর ওয়ার্ডের মো. সেলিম মিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেন; ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউপিতে ৭ নম্বর ওয়ার্ডের মো. জজু মিয়া ও ৯ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিন; ৭ নম্বর সাহেবাবাদ ইউপিতে ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ এনামুল কবির ও ৩ নম্বর চান্দলা ইউপিতে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে লিমা আক্তারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীগণ তাঁদের প্রস্তাবকারী ও সমর্থনকারী হাজির করতে পারেননি। স্বাক্ষরের সত্যতা যাচাই করা সম্ভব হয়িন। এর মধ্যে কিছু প্রার্থীর ব্যাংকে ঋণ খেলাপি রয়েছে। এ ছাড়া নির্বাচনী আইন অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ নম্বর চান্দলা ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে নারী সদস্য প্রার্থী লিমা আক্তারের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত