Ajker Patrika

কাঁচা রাস্তা মেরামতে কমেছে দুর্ভোগ

পাকুন্দিয়া প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ০১
কাঁচা রাস্তা মেরামতে কমেছে দুর্ভোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের চরটেঙাবর গ্রামের একটি কাঁচা রাস্তা মেরামত করা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই মিলেছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মির্জাপুর-মঠখোলা পাকা সড়কের চরটেঙাবর আমছর মিয়ার বাড়ি থেকে একটি রাস্তা ব্রহ্মপুত্র নদের পাড়ের গুদারাঘাটে গিয়ে শেষ হয়েছে। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার। এই পথে ওই কয়েক গ্রামের মানুষ প্রতিদিন চলাফেরা করে। কিন্তু দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় রাস্তার দুই পাশের মাটির সরে গিয়ে সরু হয়ে গিয়েছিল। রাস্তাজুড়ে ছোট-বড় গর্তের কারণে যানবাহন নিয়ে চলাফেরা করতে দুর্ভোগ পোহাতে হতো। বর্ষায় দুর্ভোগ বেড়ে যেত কয়েক গুণ। মেরামতের ফলে রাস্তাটি এখন চলাচলের উপযোগী হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় ৩ লাখ ৬৫ হাজার ৬৯৯ টাকা ব্যয়ে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের চরটেঙাবর আমছরের বাড়ির পাকা রাস্তা থেকে চরটেঙাবর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কার করা হচ্ছে। চর এলাকার এই রাস্তাটি আগে ভূমি থেকে সাড়ে তিন ফুট উচ্চতায় ছিল। প্রশস্ত ছিল সাত ফুট।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কাবিটা প্রকল্পের আওতায় গ্রামীণ এই রাস্তা মেরামত করা হচ্ছে। এতে এই এলাকার মানুষের দুর্ভোগ কমবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত