Ajker Patrika

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না: নজরুল

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ০৬
খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না: নজরুল

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসায় যে কোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। আইন বলে, কেউ দণ্ডপ্রাপ্ত হলে তাঁকে জেলে গিয়ে আবেদন করতে হয়। দেশের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির আত্মীয়-স্বজনের বিদেশে থাকা লোককে মাফ করে দিয়েছেন। আপনাদের দলের ও সরকারের অনেক ব্যক্তির সন্তানদের জেলে যেতে হয়নি। তাদের দণ্ড মওকুফ করে দেওয়া হয়েছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আপনাদের বেলায় চলবে আর খালেদা জিয়ার বেলায় চলবে না। তাঁর কী দেশের জন্য অবদান কম? তাঁর স্বামী মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন। তিনি দুই শিশুপুত্র নিয়ে পাকিস্তানি হানাদারের কারাগারে আবদ্ধ ছিলেন। গণবিরোধী সবকিছুই আপনারা করেছেন। বিএনপির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। বরং বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি ১/১১ সরকারকে বাধ্য করেছে জরুরি অবস্থা প্রত্যাহার করতে। বারবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে বিএনপি।’

নজরুল ইসলাম খান আরও বলেন, দুর্নীতি অনাচার এখন সীমাহীন। ক্যাসিনো ব্যবসা, খাটের নিচে মাটির নিচে কোটি কোটি টাকা। ফরিদপুরে ছাত্রলীগ নেতার কাছ থেকে দুই হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে।’ এসব টাকা কার? এমন প্রশ্নও রাখেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

মহানগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এমশফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ডা. মাহাবুবুর রহমান লিটন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ডা. রুবেল, সাধারণ সম্পাদক শামীম তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্যসচিব ডা. রফিকুল ইসলাম হেলালী, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজার ইসলাম, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী।

ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা, বিভিন্ন উপজেলা এবং মহানগর ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা সমাবেশে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত