পল্লব আহমেদ সিয়াম, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ে এখনো খালি আছে ১৪৭৫টি আসন, যা মোট আসনের প্রায় ৭০ শতাংশ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য জানান।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির মোট আসনসংখ্যা ২ হাজার ৯৫টি। গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়।
পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ২৫ জানুয়ারি। এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন মাত্র ৬২০ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে ৩৪৯, ‘বি’ ইউনিটে ৮২৯ এবং ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষার তীব্র বিরোধিতা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, ইবি এককভাবে আগের মতো পরীক্ষা নিলে এত সময় লাগত না ভর্তি প্রক্রিয়ায়। সিটগুলো পূর্ণ হয়ে যেত তিন সপ্তাহের মধ্যে।
জানা গেছে, আসন খালি থাকায় গতকাল বুধবার রাতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এরপরও আসন খালি থাকলে পর্যায়ক্রমে মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu. ac. bd) থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গুচ্ছের বিরোধিতা করছে এটা কি যৌক্তিক? এমন প্রশ্নে অধ্যাপক ড. মুঈদ রহমান বলেন, ‘গুচ্ছের সফলতা নেই। আমরা অনেক আশা করেছিলাম গুচ্ছ নিয়ে। কিন্তু গুচ্ছ সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এ রকম সিস্টেমে পড়ে থাকা উচিত হবে না।
এখান থেকে আমাদের বের হতে হবে।’
বিশ্ববিদ্যালয়ে কি মানের সংকট আছে, দুটি মেধাতালিকা দিয়েও আসন ফাঁকা রয়েছে এসব প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় মানের সংকটে নেই। তৃতীয় মেধাতালিকায় গ্যাপটা পূরণ হয়ে যাবে। ১৪ ফেব্রুয়ারি আমরা নতুন একটা সিস্টেম করব। আশা করি, তখন সব আসন পূরণ হয়ে যাবে। সব বিশ্ববিদ্যালয় সেরা ছাত্রদের বাছাই করে নেওয়ার চেষ্টা করছে। তাই এত প্রতিযোগিতা।’
সার্বিক ভর্তির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে সব সুবিধা থাকার পরও শিক্ষার্থী কেন টানতে পারছি না, সে বিষয়ে আমরা পর্যালোচনা করব। তবে তৃতীয় মেধাতালিকা থেকে ভালো একটা অংশ ভর্তি হবে বলে মনে করি।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ে এখনো খালি আছে ১৪৭৫টি আসন, যা মোট আসনের প্রায় ৭০ শতাংশ। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য জানান।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির মোট আসনসংখ্যা ২ হাজার ৯৫টি। গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়।
পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ২৫ জানুয়ারি। এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন মাত্র ৬২০ জন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে ৩৪৯, ‘বি’ ইউনিটে ৮২৯ এবং ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষার তীব্র বিরোধিতা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি, ইবি এককভাবে আগের মতো পরীক্ষা নিলে এত সময় লাগত না ভর্তি প্রক্রিয়ায়। সিটগুলো পূর্ণ হয়ে যেত তিন সপ্তাহের মধ্যে।
জানা গেছে, আসন খালি থাকায় গতকাল বুধবার রাতে তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এরপরও আসন খালি থাকলে পর্যায়ক্রমে মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu. ac. bd) থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা গুচ্ছের বিরোধিতা করছে এটা কি যৌক্তিক? এমন প্রশ্নে অধ্যাপক ড. মুঈদ রহমান বলেন, ‘গুচ্ছের সফলতা নেই। আমরা অনেক আশা করেছিলাম গুচ্ছ নিয়ে। কিন্তু গুচ্ছ সেই আশা পূরণে ব্যর্থ হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এ রকম সিস্টেমে পড়ে থাকা উচিত হবে না।
এখান থেকে আমাদের বের হতে হবে।’
বিশ্ববিদ্যালয়ে কি মানের সংকট আছে, দুটি মেধাতালিকা দিয়েও আসন ফাঁকা রয়েছে এসব প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় মানের সংকটে নেই। তৃতীয় মেধাতালিকায় গ্যাপটা পূরণ হয়ে যাবে। ১৪ ফেব্রুয়ারি আমরা নতুন একটা সিস্টেম করব। আশা করি, তখন সব আসন পূরণ হয়ে যাবে। সব বিশ্ববিদ্যালয় সেরা ছাত্রদের বাছাই করে নেওয়ার চেষ্টা করছে। তাই এত প্রতিযোগিতা।’
সার্বিক ভর্তির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে সব সুবিধা থাকার পরও শিক্ষার্থী কেন টানতে পারছি না, সে বিষয়ে আমরা পর্যালোচনা করব। তবে তৃতীয় মেধাতালিকা থেকে ভালো একটা অংশ ভর্তি হবে বলে মনে করি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫