Ajker Patrika

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৯: ০৬
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

শ্বাসকষ্ট নিয়ে গতকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরিবারসূত্র জানিয়েছে, শ্বাসকষ্ট ছাড়াও ফুসফুসে পানি জমেছে তাঁর। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।

ওবায়দুল কাদেরের পরিবারের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, দুই দিন ধরে তিনি হালকা জ্বরে ভুগছিলেন। সোমবার দুপুরের পর থেকে হালকা শ্বাসকষ্ট শুরু হয়েছিল। মঙ্গলবার সকালে তা বৃদ্ধি পাওয়ায় বিএসএমএমইউতে স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন। উপস্থিত চিকিৎসকেরা তাঁকে জানান, ঠান্ডার কারণে তাঁর ফুসফুসে পানি জমেছে। তাই হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন তাঁরা। আগামী তিন থেকে চার দিন সেখানে থাকতে হতে পারে।

এ বিষয়ে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে জানান, ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এদিকে ওবায়দুল কাদেরকে ভর্তি করানো হয়েছেন এমন সংবাদে দলটির নেতা-কর্মীরা বিএসএমএমইউতে ভিড় করতে থাকেন। নেতা-কর্মীদের ভিড় সামলাতে ওবায়দুল কাদের যে কেবিনে রয়েছেন, তার গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন। একই সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দর্শনার্থীর হাসপাতালে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে।

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ায় ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম করার পর তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি প্রায় দুই মাসের বেশি ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত