Ajker Patrika

নিষেধাজ্ঞায় ১২ হাজার জেলেকে খাদ্যসহায়তা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৬: ১৬
নিষেধাজ্ঞায় ১২ হাজার জেলেকে খাদ্যসহায়তা

ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময়ে বাগেরহাটের ১২ হাজার জেলেকে খাদ্যসহায়তা দিয়েছে মৎস্য অধিদপ্তর। গত ৪ অক্টোবর থেকে গতকাল ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ আহরণ, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ ছিল। এ সময় জেলেদের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া ইলিশ আহরণ বন্ধে জেলা মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করেছে। ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর রাত পর্যন্ত জেলার ৯ উপজেলার বিভিন্ন নদ-নদীতে ২৭৭টি অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। এই সময়ে ৪৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ৯টি মামলা দিয়েছে মৎস্য অধিদপ্তর। এ ছাড়া বিভিন্ন ধরনের ৩ লাখ ৩ হাজার ৭০০ মিটার জাল, ও ১৫ কেজি ৭০০ গ্রাম ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।

জেলা মৎস্য কর্মকর্তা এ এক্স এম রাসেল বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য ইলিশ আহরণ, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়। সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সক্রিয় ছিল। তারপরও কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী মৎস্য অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে ইলিশ আহরণের চেষ্টা করছে। যাঁরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের চেষ্টা করেছে তাঁদের আইনের আওতায় আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

কোমর থেকে পিস্তল বের করে মহাখালীর ফার্মেসিতে চাঁদাবাজি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত