Ajker Patrika

নবজাতককে চুবিয়ে হত্যার অভিযোগ

ভৈরব প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ১৯
নবজাতককে চুবিয়ে  হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বালতির পানিতে চুবিয়ে নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে। পৌরশহরের কালিপুর গ্রামের মধ্যপাড়া মহল্লায় গত শুক্রবার এ ঘটনা ঘটে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ওই নবজাতকের নাম আয়ান। বয়স মাত্র ১৬ দিন। ইদ্রিস মিয়া ও সাকিলা বেগম দম্পতির প্রথম সন্তান। শুক্রবার দুপুরে নিজ ঘরে আয়ানকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা সাকিলা বেগম। আর দুপুরের রান্না নিয়ে ব্যস্ত ছিলেন দাদি শামসুন্নাহার বেগম। রান্না শেষে ঘরে এসে দাদি দেখতে পান নবজাতকের মা সাকিলা ঘুমিয়ে রয়েছেন। কিন্তু পাশে নেই আয়ান। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে ওই নবজাতকের খোঁজ মেলে শৌচাগারের বালতিতে। বালতির পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় আয়ানকে। পরে স্বজনেরা নবজাতকে হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আয়ানের দাদি শামসুন্নাহার বলেন, ‘আমার চোখের আড়াল হওয়ার সর্বোচ্চ আধা ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তা জানি না।’

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্বপ্না রানী দত্ত বলেন, ‘আমরা নবজাতকটিকে মৃত অবস্থায় পেয়েছি। পানিতে ডুবে থাকার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ এসে মৃত শিশুটিকে নিয়ে যায়।’

ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তরিকুল ইসলাম বলেন, ‘শিশুটির মৃত্যু অস্বাভাবিক এবং রহস্যজনক। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত