Ajker Patrika

১০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ময়মনসিংহ, নান্দাইল ও গফরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৫: ৪৮
১০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

পঞ্চম দফায় নান্দাইল এবং গফরগাঁও উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২৬ ইউপির মধ্যে নান্দাইল উপজেলার ১১টি এবং গফরগাঁও উপজেলার ১৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলোর মধ্যে গফরগাঁওয়ের ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এ ছাড়া অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৭টি।

এদিকে নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন। মাঠে র‍্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার ১১ ইউপির মধ্যে চন্ডিপাশায় ইভিএমে ভোটগ্রহণ হবে। এখানের বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে ৬২ জন, সাধারণ সদস্য পদে ৩৯৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ৯৮৬ জন। স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১০টি। ৭০৪টি ভোট কক্ষ রয়েছে। এর মধ্যে স্থায়ী ৬৯৬টি এবং অস্থায়ী ৮টি কক্ষে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখরুজ্জামান বলেন, ‘নির্বাচনের সার্বিক প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেভাবে প্রস্তুতি রয়েছে। আশা করা যাচ্ছে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারব।’

এদিকে গফরগাঁও উপজেলার ১৫ ইউপিতে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫টির মধ্যে ১১ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে শুধু সদস্য পদে নির্বাচন হবে। গফরগাঁও উপজেলাকে অধিক গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে ১৪৬ জন প্রিসাইডিং, ৮৮৪ জন সহকারী প্রিসাইডিং ও ১৭৬৮ জন পোলিং অফিসারকে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন। মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৫৭৮ জন। ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন। এ ছাড়া ১৫ ইউপিতে সদস্য পদে ৪৮১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘উপজেলার মোট ১৪৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩৭টি কেন্দ্র। এসব মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

গফরগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন নাহার ভূইয়া বলেন, ‘নির্বাচন আসলেই গফরগাঁও নিয়ে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করে। এসব বিবেচনায় রেখে অধিক নিরাপত্তা নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কঠোর অবস্থানে প্রশাসন মাঠে থাকবে।’

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘নির্বাচনে বরাবরের মতোই এবারও চার স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নির্বাচনে কেউ বল প্রয়োগ করলে তাকে আইনের আওতায় আনা হবে। প্রশাসনকে মাঠে রেখে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে আশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত