Ajker Patrika

ইবিতে হল সংস্কার নিয়ে অসন্তোষ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১: ০৮
ইবিতে হল সংস্কার নিয়ে অসন্তোষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হলগুলোর সংস্কার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দুই হলের শিক্ষার্থীরা এর প্রতিবাদে সাদ্দাম হোসেন হলে প্রভোস্টের কার্যালয়ে তালা লাগিয়েছেন। একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে মানববন্ধন করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। হলের সংস্কার কাজ সঠিকভাবে না করলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সংস্কারের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে আবাসিক হলগুলো সংস্কারের জন্য ১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে পৃথক ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২৮ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয় হলগুলোকে।

সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলে ওয়াইফাইয়ের (ইন্টারনেট) ধীরগতি, রিডিং রুমের বেহাল দশা, নিম্নমানের খেলার সামগ্রী ক্রয়, অপরিষ্কার শৌচাগার, নিম্নমানের সংস্কার কাজসহ বিভিন্ন বিভিন্ন সমস্যায় ভুগছেন তাঁরা। এসব সমস্যার বিষয়ে প্রভোস্টের নিকট বারবার অভিযোগ করলেও তিনি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ তাদের। বরং কোনো সমস্যার বিষয়ে ফোন দিলে প্রভোস্ট বলেন, ‘আমি দায়িত্ব নিতে পারছি না, তোমরা করো।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা বলেন, ‘হলে সবক্ষেত্রেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সংস্কার কাজ শুধু কাগজে কলমেই হচ্ছে, বাস্তবে কোনোরকম গোঁজামিল দিয়ে কাজ করতে চাচ্ছেন ঠিকাদারেরা। মান বজায় রেখে সংস্কার না হলে প্রয়োজনে কাজ বন্ধ করে দেওয়া হবে।’

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তপন কুমার জোয়ারদার বলেন, ‘হল পরিদর্শন করে শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারকে একাধিকবার বলার পরেও তাঁরা জোড়াতালি দিয়ে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত