Ajker Patrika

পর্যটন সংরক্ষিত সৈকতের স্বীকৃতি পেল গুলিয়াখালি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১: ৩৪
পর্যটন সংরক্ষিত সৈকতের স্বীকৃতি পেল গুলিয়াখালি

পর্যটন সংরক্ষিত এলাকার স্বীকৃতি পেল চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকত। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে গুলিয়াখালি সমুদ্রসৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের ২৫৯ দশমিক ১০ একর জায়গাকে পর্যটনের জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

উপসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলিয়াখালি সমুদ্রসৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের ২৫৯ দশমিক ১০ একর জায়গায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ ব্যাহত হচ্ছে। যা ভবিষ্যতে আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাবনাময় এই সমুদ্রসৈকতকে ঘিরে বাংলাদেশের পর্যটনশিল্প ও সেবা খাতের পরিকল্পনা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এবং পর্যটন সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধে বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন, ২০১০ এর (৪) ধারা মোতাবেক গুলিয়াখালি সমুদ্রসৈকতের এ এলাকাকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।

এদিকে গুলিয়াখালি সমুদ্রসৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পর্যটন সংরক্ষিত এলাকা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনন্দের অনুভূতি ব্যক্ত করছেন প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, গুলিয়াখালি সমুদ্রসৈকত প্রকৃতির অপার সম্ভাবনাময় এক সৃষ্টি। যা এক পলকেই ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেয়। প্রকৃতির অনিন্দ্য সুন্দর এ সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণায় তিনি খুব আনন্দিত। গুলিয়াখালি সমুদ্রসৈকতকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, সমুদ্রের প্রবাহমান স্রোতের গর্জন, সবুজ গালিচার বিস্তীর্ণ মাঠ আর কেওড়া বনের অপরূপ সৌন্দর্য বেষ্টিত গুলিয়াখালি সমুদ্রসৈকতটি সরকারিভাবে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করায় তিনি খুব আনন্দিত।

ইউএনও আরও বলেন, ‘সরকারি সঠিক তদারকির মাধ্যমে সমুদ্রসৈকতের সৌন্দর্য বৃদ্ধিতে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হোক। এতে জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি সৈকতের সৌন্দর্য আরও ফুটে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত