Ajker Patrika

খেলার মাঠ রক্ষার দাবি

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৫: ১৬
খেলার মাঠ রক্ষার দাবি

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্ধারিত খেলার মাঠ রক্ষার দাবিতে সংক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় ব্রাইট স্টার ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাপ্পী। এ সময় সেখানে এলাকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও খেলাধুলা সংগঠনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘হাউজিং এস্টেট এলাকায় প্রায় দুই হাজার বাড়ি রয়েছে। যেখানে প্রায় ১৫ হাজার মানুষ বসবাস করে। এখানে শিশু কিশোরদের খেলাধুলার জন্য একটি মাত্র মাঠ রয়েছে। নির্ধারিত এই খেলার মাঠটি হাউজিং এস্টেটের মূল নকশাতেও উল্লেখ রয়েছে। কিন্তু সম্প্রতি জাতীয় গৃহায়ণ অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও স্থানীয় কয়েকজন ভূমিদস্যু এই মাঠটি দখল করে প্লট আকারে বিক্রির পাঁয়তারা করছে।’

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘কোনোভাবেই এই মাঠ দখল হতে দেওয়া যাবে না। এলাকাবাসী সম্মিলিতভাবে এই মাঠ দখলের যেকোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

তবে মাঠ দখলের বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কুষ্টিয়ার উপবিভাগীয় প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন বলেন, ‘ওই মাঠের পার্শ্ববর্তী বস্তি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র। সেখানে কোনো মাঠ দখল বা খেলার মাঠে অন্য কিছু করার কোনো প্রকল্প নেওয়া হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত