Ajker Patrika

ক্যারম প্র‌তি‌যো‌গিতার ফাইনাল

সখীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ২১
ক্যারম প্র‌তি‌যো‌গিতার ফাইনাল

সখীপুরে ১৫ দিনব্যাপী ক্যারম (দ্বৈত) প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের ডিঅমস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ খেলার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘একুশে-২১’ এ প্রতিযোগিতার আয়োজন করে।

ফাইনাল খেলায় নজরুল-হান্নানের দলকে পরাজিত করে জুয়েল-লিটনের দল বিজয়ী হয়। পরে খেলার আহ্বায়ক কমিটির সভাপতি মোরশেদ সিদ্দিকী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে একুশে-২১ সংগঠনের সভাপতি আনোয়ার কবির, সাধারণ সম্পাদক ও সরকারি মুজিব কলেজের প্রভাষক আবদুল মালেক, সিনিয়র সদস্য ডা. আরিফুর রহমান, হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মোজাম্মেল হক সজল প্রমুখ বক্তব্য দেন।

এ সময় সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, সংগঠনের সিনিয়র সদস্য মো. আরজু, সরকারি মুজিব কলেজের প্রভাষক আলীম মাহমুদ জুনিয়র, আরিফুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির সদস্য আসিবুল হক সজীবসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত