Ajker Patrika

পৌর যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা অবৈধ

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২: ৩৯
পৌর যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা অবৈধ

ঝিকরগাছা পৌর যুবলীগের আহ্বায়ক কমিটিকে সংগঠনের নিয়মবর্হিভূতভাবে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল সোমবার ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পৌর যুবলীগের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সদ্যবিলুপ্ত পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল হক খোকন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুনিরুল ইসলামসহ কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে একরামুল হক খোকন বলেন, ‘ঝিকরগাছা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেন কোনো আলোচনা ও বর্ধিতসভা না করেই পৌর যুবলীগের আহ্বায়ক কমিটিকে গত বুধবার সংগঠনের নিয়মবর্হিভূতভাবে বিলুপ্ত ঘোষণা করে। আমরা পৌর যুবলীগ এ অসাংগঠনিক পন্থায় কমিটি বিলুপ্তির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার গত বৃহস্পতিবার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেনকে একটি পত্র দিয়েছেন। পত্রে বলা হয়েছে কমিটি বিলুপ্তির প্রক্রিয়া দলের গঠনতন্ত্র বিরোধী। বিলুপ্ত কমিটি পুনরায় বহাল করা হোক। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিলুপ্তির কারণ জানতেও চাওয়া হয়েছে।’

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিমুল হক সালাম বলেন, ‘জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেন্টু চাকলাদার যে চিঠিটি দিয়েছেন সেটা গ্রহণ করা হয়নি। কারণ ওই চিঠিতে সভাপতির স্বাক্ষর নেই। এবং ওই চিঠির বিষয়টিও সংগঠনের জেলা সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী জানেন না বলেও তিনি দাবি করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত