Ajker Patrika

‘প্রতিশ্রুত কাজ বেশির ভাগ শেষ’

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ২০: ২৭
‘প্রতিশ্রুত কাজ বেশির ভাগ শেষ’

শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক বলেছেন, আমার নির্বাচনী এলাকায় যে সব উন্নয়নকাজের প্রতিশ্রুতি দিয়েছি তা বেশিরভাগই সমাপ্ত হয়েছে। এখনো যেসব উন্নয়নকাজ অসমাপ্ত রয়েছে আগামী নির্বাচনের আগেই সেগুলো সমাপ্ত করা হবে।

গত বুধবার শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বড় কালীনগর ফাজিল মাদ্রাসার নতুন ভবনের কাজ পরিদর্শনকালে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান শিক্ষার আরও বিস্তার লাভ করুক। সে জন্যই শিক্ষা মান বাড়াতে এবং প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ (করোনা) এর কারণে দীর্ঘ ১৭ মাস সকল কার্যক্রম এক ধরনের স্তিমিত হয়ে পড়েছিল। শিক্ষক-শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছেন। অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়েছেন।

তবে অস্বীকার করার উপায় নেই যে, এই করোনার মধ্যে বাল্যবিবাহ এবং তরুণদের বিপথগামিতা কিছুটা বেড়ে গিয়েছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিকদারের সভাপতিত্বে সভায় দলীয় নেতাকর্মীবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত