Ajker Patrika

দল গোছাতে তৎপর যুবলীগ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ১০
দল গোছাতে তৎপর যুবলীগ

বান্দরবানে আওয়ামী যুবলীগের জেলা ও উপজেলা কমিটি গঠনের জন্য তৎপরতা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জেলার সাত উপজেলা ও দুই পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হবে। এরপর জেলা কমিটি গঠন করা হবে। তবে দলের প্রত্যেক স্তরেই যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। যুবলীগের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বান্দরবান জেলায় যোগ্য, ত্যাগী ও নিষ্ঠাবান নেতা-কর্মীদের বিভিন্ন পর্যায়ের কমিটিতে নেওয়ার জন্য কাজ শুরু হয়েছে। দল গোছাতে জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলো কাজ করে যাচ্ছে।

বান্দরবান জেলা যুবলীগ আহ্বায়ক কেলু মং মারমা আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নেতারা ডিসেম্বরের মধ্যে বান্দরবানের উপজেলা ও পৌর কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। এরপর জেলা কমিটি গঠন করতে বলা হয়েছে।

কেলু মং বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার পর জেলা আহ্বায়ক কমিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের জন্য কাজ শুরু করেছে। ইতিমধ্যে সৎ, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়নের জন্য উপজেলা নেতাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে জেলা আহ্বায়ক কমিটির নেতারা। কেলু মং বলেন, যুবলীগ হলো আওয়ামী লীগের অন্যতম শক্তি। যুবলীগ শেখ মনির হাতে গড়া সংগঠন, এখানে বিতর্কিতদের কোনো স্থান নেই। যাঁদের বিরুদ্ধে অভিযোগ কিংবা বিতর্ক থাকবে তাঁদের কমিটিতে আনা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতা কেলু মং বলেন, যুবলীগে কোনো বিতর্কিতদের ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক নেতা সংগঠন পরিপন্থী ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছেন। কোনো বিতর্কিত ব্যক্তিদের যুবলীগের কোনো পর্যায়ে রাখা হবে না। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জানা গেছে, বান্দরবানে সাতটি উপজেলা ও দুটি পৌরসভার কমিটি গঠনে কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীদের সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে। যাঁরা যুবলীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সাংগঠনিক কার্যক্রমে অবদান রেখেছেন তাঁদের বিবেচনা করার জন্য দলীয় নির্দেশনা মোতাবেক কাজ হচ্ছে।

যুবলীগ জেলা কমিটির সদস্যসচিব ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের অন্যতম শক্তি। এখান থেকেই যোগ্যতা অর্জন করে মূল দলে যাওয়ার সুযোগ হবে, দেশের নেতৃত্বে আসবেন। তাই যোগ্য, দক্ষ ও দলের প্রতি আন্তরিক ও কোনো বিতর্কিত কার্যক্রমে জড়িত নেই—এমন ব্যক্তিদেরই মূল্যায়ন করে করা হবে।

ওমর ফারুক বলেন, দল গোছাতে কাজ চলছে। কোনো ব্যত্যয় না হলে ডিসেম্বর মাসেই যুবলীগের উপজেলা ও পৌর কমিটি গঠন করা হবে। উপজেলা ও পৌর কমিটি গঠনের পরই জেলা কমিটি করা হবে।

এ দিকে, যুবলীগ সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌর কমিটিতে অন্তর্ভুক্তির জন্য ইতিমধ্যে অনেক নেতাই চেষ্টা করে যাচ্ছেন। অনেকে নেতৃত্বে আসার জন্য জেলা কমিটির সঙ্গে যোগাযোগ ও নজরে আসার জন্য নানাভাবে চেষ্টা করছেন। এলাকায় তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ আগের তুলনায় বাড়িয়ে দিয়েছেন। দলের জন্য আগের চেয়ে বেশি সময় দিচ্ছেন—যাতে করে ভবিষ্যতে কমিটিতে আসতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত