Ajker Patrika

শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ১৯
শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু

নোয়াখালীতে প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ে চলে টিকাদান কার্যক্রম।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, প্রথম ধাপে জেলার ৯টি উপজেলার ৩৩টি কলেজের প্রায় ২২ হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। প্রতিদিন গড়ে ১ হাজার পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে সকল পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ৪টি বুথে ৮ জন স্বাস্থ্যকর্মী ও ১২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। আগামী এক মাস পর তাঁদের ফাইজারের দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। গতকাল সোমবার প্রথম পর্যায়ে নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ ও ভুলুয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্মনিবন্ধন কার্ড দিয়ে টিকা দেওয়া হচ্ছে।

টিকা নিতে আসা শিক্ষার্থী সাথী আক্তার বলেন, ‘কোনো প্রকার রেজিস্ট্রেশন না করে জন্মনিবন্ধন কার্ডের মাধ্যমে আমরা সহজে টিকা নিতে পেরেছি। এ পদ্ধতিতে টিকা পাওয়ায় আমরা খুশি।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সালা উদ্দিন বলেন, জেলার ৩৩টি কলেজের এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করা শিক্ষার্থীদের মধ্যে যারা ফরমের প্রিন্ট আউট কপি নিয়েছেন তাঁদের টিকা দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে সকল পরীক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘গতকাল সোমবার থেকে আমরা শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত