Ajker Patrika

মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও ট্রাকের পেছনে লাইন দিচ্ছে

খুলনা প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৫: ৩৭
মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও ট্রাকের পেছনে লাইন দিচ্ছে

বদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুল আলম নিরব বলেছেন, ‘এখন শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত পরিবারের সদস্যরা ন্যায্যমূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকের পেছনে লাইন দিচ্ছে।’

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার খুলনায় জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিকেল সোয়া তিনটায় নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের কাজ শুরু হয়। খুলনা মহানগরী ও জেলা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে খুলনা ছাড়াও বিভাগের ১০ জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বিশাল বিশাল মিছিল সহকারে যোগ দেন।

নিরব অভিযোগ করে বলেন, টাকার অভাবে মা তার নবজাত সন্তান বিক্রি করে দিচ্ছে। মন্ত্রী-সাংসদেরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। শেয়ার মার্কেট লুট হচ্ছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এ পরিস্থিতিতে দেশের ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আর একটি যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

নিরব বলেন, এই সব কারণে বিএনপি এবং জিয়া পরিবারকে আওয়ামী লীগ ভয় পায়। আর তাই মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাবন্দী করেছে। বানোয়াট অভিযোগ দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মামলা এবং সেসব মামলায় সাজা দিয়ে তাকে দেশে ফেরার পথ রুদ্ধ করেছে। তিনি বলেন, দূর প্রবাসে বসেও তারেক রহমান এদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছেন।

বিভাগীয় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি শহিদুল্লাহ তালুকদার। মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর ও ইবাদুল হক রুবায়েদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দল জেলা সভাপতি তৈয়েবুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা নুরুজ্জামান লিটন, জেলা যুবদল সভাপতি এস এম শামীম কবির, যশোর যুবদল সভাপতি এম তমাল আহমেদ, মাগুরা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাতক্ষীরা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, কুষ্টিয়া সভাপতি আল আমিন হোসেন কানাই, বাগেরহাট সভাপতি হারুন অর রশিদ হারুন, নড়াইল সভাপতি মশিউর রহমান রুবেল, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু, মহানগর ছাত্রদল আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, কাজী নেহিবুল হাসান নেহিম, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত