Ajker Patrika

ভাগ্যকুলে মুখোমুখি জামাই-শ্বশুর

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ০৩
ভাগ্যকুলে মুখোমুখি জামাই-শ্বশুর

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণা জমে উঠেছে জামাই ও শ্বশুরের ভোটযুদ্ধে। ভাগ্যকুলে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আলোচনায় উঠে এসেছে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত ও তাঁর চাচা শ্বশুর সাবেক চেয়ারম্যান টেবিল ফ্যান প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম একুল খানের নাম।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আসিফ আনারস প্রতীক, ওয়ালীউল ইসলাম খান মোটরসাইকেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মৌলভী মোহাম্মদ ফজলুল করিম হাতপাখা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ভাগ্যকুল ইউনিয়নে দেখা গেছে, জামাই-শ্বশুর ভোটযুদ্ধে জয়ী হতে বিপুল পরিমাণ কর্মী-সমর্থক নিয়ে ইউনিয়নব্যাপী বৈঠক-সভা, গণসংযোগ ও বাড়িতে বাড়িতে গিয়ে নিজ নিজ প্রতীকে সমর্থন ও ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন। রাস্তাঘাট ও হাটবাজার ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে। ইউনিয়নজুড়ে চলছে প্রার্থী ও প্রতীক সমর্থনে মাইকিং।

জানা যায়, ভাগ্যকুলের ঐতিহ্যবাহী কাজী পরিবার ও খান পরিবার। এই দুই পরিবারের মধ্যে একদিকে যেমন রয়েছে আত্মীয়তার সুসম্পর্ক। তেমনি রয়েছে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রার্থী হওয়ার অভিজ্ঞতা। স্থানীয় নির্বাচনী কোন্দলের সমাধান হিসেবে লিয়াকত খানের মেয়ের সঙ্গে দুই পরিবারের আনুষ্ঠানিকতায় বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী শাহাদাতের বিয়ে হয়। সাবেক চেয়ারম্যান লিয়াতক খান ও সূর্য খানের ছোট ভাই একুল খান সম্পর্কে কাজী শাহাদাতের চাচা শ্বশুর।

শহীদুল ইসলাম একুল খাঁন বলেন, ‘আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন প্রত্যাশা করি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে চেয়েছে বলে আমি প্রার্থী হয়েছি। নির্বাচনী পরিবেশ যদি সুষ্ঠু ও সুন্দর থাকলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

কাজী মনোয়ার হোসেন শাহাদাত বলেন, ‘আমি দলের জন্য ত্যাগী ও নিবেদিত প্রাণ। আমি দলেন সম্মান অক্ষুণ্ন রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নেতৃবৃন্দদের নিয়ে সব সময় কাজ করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত