নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সামনের ধাপগুলো যাতে অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং আরও ভালো হয়, সে জন্য বিভাগীয় কমিশনারদের ডেকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সব বিভাগীয় কমিশনারকে ডেকে এমন নির্দেশনা দেওয়া হয়।
বিভাগীয় কমিশনারদের সঙ্গে সকাল ১০টা থেকে টানা ২ ঘণ্টা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, সামনে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনগুলো আরও সুন্দর করতে ইসির পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কারণে
আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে বিভিন্ন বিভাগের কমিশনারদের নিয়ে আলোচনায় বসে ইসি।
সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বৈঠকটি হঠাৎ করে ডাকা হয়েছে। বিভাগীয় কমিশনারদের নিয়ে প্রত্যেক মাসে সমন্বয় সভা হয়। সে জন্যই তাঁরা ঢাকা এসেছেন। এর মধ্যে তাঁদের ডেকে কমিশন কিছু দিকনির্দেশনা দিয়েছে। সামনের নির্বাচনগুলো যাতে আরও ভালো হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সে ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যায়—এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ইসি সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর ও আইডিয়া প্রকল্প-২-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজজুল কাদেরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ নভেম্বর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সব বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে অনলাইনে সভা করেছিল ইসি।
২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০৭টি ও চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সামনের ধাপগুলো যাতে অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং আরও ভালো হয়, সে জন্য বিভাগীয় কমিশনারদের ডেকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সব বিভাগীয় কমিশনারকে ডেকে এমন নির্দেশনা দেওয়া হয়।
বিভাগীয় কমিশনারদের সঙ্গে সকাল ১০টা থেকে টানা ২ ঘণ্টা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, সামনে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনগুলো আরও সুন্দর করতে ইসির পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কারণে
আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে বিভিন্ন বিভাগের কমিশনারদের নিয়ে আলোচনায় বসে ইসি।
সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বৈঠকটি হঠাৎ করে ডাকা হয়েছে। বিভাগীয় কমিশনারদের নিয়ে প্রত্যেক মাসে সমন্বয় সভা হয়। সে জন্যই তাঁরা ঢাকা এসেছেন। এর মধ্যে তাঁদের ডেকে কমিশন কিছু দিকনির্দেশনা দিয়েছে। সামনের নির্বাচনগুলো যাতে আরও ভালো হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সে ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যায়—এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ইসি সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর ও আইডিয়া প্রকল্প-২-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজজুল কাদেরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ নভেম্বর সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সব বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে অনলাইনে সভা করেছিল ইসি।
২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০৭টি ও চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫