Ajker Patrika

জলবায়ুর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কৃষি: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৫১
জলবায়ুর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কৃষি: কৃষিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে কৃষি খাত সবচেয়ে বেশি ক্ষতির মুখে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। গতকাল শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১: বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, সবুজে ঘেরা বাংলাদেশের রূপ সৌন্দর্য জলবায়ুর প্রভাবে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আগামী প্রজন্ম চিরসবুজের এই দেশের ভিন্ন চিত্র দেখবে কি না, তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। শিল্পোন্নত দেশগুলো বিশ্বের পরিবেশ ধ্বংস করছে। আর তার প্রভাব পড়ছে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের ওপর। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পেছনে বাংলাদেশের কোনো হাত নেই। উন্নত রাষ্ট্র বিশ্বকে বাস অযোগ্য করছে অথচ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে অনীহা তাদের। আসন্ন কপ-২৬ সম্মেলনে বাংলাদেশকে এই সমস্যাগুলো বিশ্বদরবারে জোরালোভাবে তুলে ধরতে হবে।

মন্ত্রী বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা বিআর-৬৭ নামে একটা জাত আবিষ্কার করেছেন। এটা উপকূলীয় এলাকায় চাষ হবে। আমরা প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে কৃষিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান ও জনকণ্ঠের চিফ রিপোর্টার কাওসার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত