Ajker Patrika

বিশ্বকাপে এমন ঘটনা আগে ঘটেনি

ভানু গোপাল রায়
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১: ৫৬
বিশ্বকাপে এমন ঘটনা আগে ঘটেনি

যেখানে প্রথম বেলিংহাম
বর্তমান সময়ের উদীয়মান মিডফিল্ডারদের মধ্যে অন্যতম জুড বেলিংহাম। ইতিমধ্যে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ইউরোপীয় ফুটবলে প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। ক্লাব ফুটবলের ছন্দটাই বিশ্বমঞ্চে নিয়ে এসেছেন এই ইংলিশ ফুটবলার। এই শতাব্দীতে জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করেছেন তিনি। ৩৫ মিনিটে ইরানের বিপক্ষে গোলটি করে রেকর্ডের পাতায় ঠাঁই নিয়েছেন ১৯ বছর বয়সী এই তারকা।

সৌদি ফুটবলারের রেকর্ড 
বিশ্বকাপের মঞ্চ বদল হলেও বদলাননি সালেম আল দাওসারি। দাওসারির সঙ্গে বদলায়নি স্কোর ও গোলের মুহূর্তও। গত বিশ্বকাপে মিসরের বিপক্ষে সৌদির ২-১ ব্যবধানের জয়ে গোলসূচক গোলটি করেছিলেন তিনি। এবারের বিশ্বকাপটা যেন শুরু করলেন সেখান থেকেই। আর্জেন্টিনার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়সূচক গোলও তাঁর। লিওনেল মেসিদের বিপক্ষে গোলটি করে রেকর্ডও গড়েছেন এই মিডফিল্ডার। বিশ্বকাপে টানা দুই ম্যাচ জেতানো গোল করা প্রথম সৌদি ফুটবলার দাওসারি। 

মদরিচের আরেক রেকর্ড
ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে থাকা লুকা মদরিচের ম্যাজিক শো চলছেই। ২০১৮ বিশ্বকাপে তাঁর জাদুতেই ফাইনালে খেলে ক্রোয়েশিয়া। তবে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে বিশ্বকাপে চুমু দিতে পারেননি তিনি। সেই স্বপ্ন পূরণে এবারের বিশ্বকাপে খেলছেন রিয়াল মাদ্রিদ তারকা। মরক্কোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে খেলতে নেমেই অনন্য এক রেকর্ড গড়েছেন এই মিডফিল্ডার।

ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে চার বিশ্বকাপে খেলছেন তিনি। ভিন্ন তিন দশকে চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ খেলা বিশ্বের প্রথম ফুটবলার ৩৭ বছর বয়সী এই ক্রোয়াট। 

বিশ্বকাপে নারী ও পুরুষ দলের কোচ 
বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোচ হিসেবে অসাধারণ এক রেকর্ড গড়েছেন জন হার্ডম্যান। বিশ্বের প্রথম কোচ হিসেবে বিশ্বকাপে একই দেশের নারী ও পুরুষ দলের দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৫ সালের নারী বিশ্বকাপে কানাডার নারী দলের পর এবারের বিশ্বকাপে পুরুষ দলের ডাগআউটে দাঁড়িয়েছেন কানাডার এই ইংলিশ কোচ। 

স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতা গাভি
গত পরশু কোস্টারিকার বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন গাভি। বিশ্বকাপে খেলা স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলার। আর ৭৫ মিনিটের গোলে আরেক রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বকাপে লা রোহাদের সর্বকনিষ্ঠ গোলদাতা এই ‘গোল্ডেন বয়’। বিশ্বকাপের ইতিহাসে যেটি তৃতীয়। ১৮ বছর ১১০ দিনে এই রেকর্ড গড়েছেন গাভি। বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি এখনো কিংবদন্তি পেলের অধিকারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত