Ajker Patrika

উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০৯
উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবি

কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া বাঁকখালী নদী দখল বন্ধ, প্যারাবন নিধন রোধ, সমুদ্র সৈকতের ইনানী ও সুগন্ধা পয়েন্টের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়ন জরুরি।

গত বুধবার কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) আয়োজিত পরিবেশ–প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক দখল-দূষণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিস্থিতি খুবই নাজুক। পাহাড় সাবাড় করে চলছে স্থাপনা নির্মাণ। দিন দিন দখল হয়ে যাচ্ছে কক্সবাজারের পাহাড়, বন ও নদী।

বক্তারা বলেন, এ দখল প্রক্রিয়ায় আছেন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেক প্রভাবশালী। পর্যটন নগরীর পরিবেশ রক্ষায় হাইকোর্টে ১৯টি মামলা করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা)। প্রতিটি মামলার প্রেক্ষিতে হাইকোর্ট পাহাড়, বন, সমুদ্র রক্ষার আদেশ দিলেও তার বাস্তবায়ন নেই। কোনো ভাবেই ঠেকানো যাচ্ছে না পাহাড় আর সমুদ্র দখল। কক্সবাজারকে বাঁচাতে এখনই উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়ন চান তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কক্সবাজার শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) আনোয়ারুল ইসলাম সরকার, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) সারওয়ার আলম, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, জেলা পরিষদের সদস্য আসমাউল হুসনা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবাদী নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি পেশার মানুষ পর্যটন নগরীকে বাঁচাতের বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত