Ajker Patrika

এবারের আলোচিত দলবদল

এবারের আলোচিত দলবদল

ইউরোপের ফুটবল লিগের নতুন মৌসুম শুরু হয়েছে কয়েক সপ্তাহ হলো। ক্লাবগুলো ঘর গোছানোর সময় পেয়েছে ১ সেপ্টম্বর পর্যন্ত। এই গ্রীষ্মের দল-বদলে চুক্তি হয়েছে ১৪৫০টির বেশি। অর্থের সংখ্যায় যা ৩.৭ বিলিয়ন পাউন্ড। এবারের যে ১০ চুক্তি সাড়া ফেলেছে তা নিয়ে এই আয়োজন।

আর্লিং হালান্ড: বাবা আলফি হালান্ডের পদাঙ্ক অনুসরণ করে ম্যানচেস্টার সিটিতে  যোগ দিয়েছেন হালান্ড। বরুসিয়া ডর্টমু্ন্ড ছেড়ে 
৫১ মিলিয়ন ইউরোতে ইতিহাদে এসেছেন তিনি।

ডারউইন নুনেজ: ৬৪ মিলিয়ন ইউরোতে  নুনেজের সঙ্গে চুক্তি করেছে লিভারপুল। এই চুক্তির সঙ্গে বোনাস হিসেবে যোগ হতে পারে আর ২১ মিলিয়ন ইউরো।

কাসেমিরো: নতুন চ্যালেঞ্জ নিতে ৭০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন কাসেমিরো।

অরেলিয়েঁ চুয়ামেনি: মোনাকো থেকে ৬৮.৩ মিলিয়ন ইউরোতে রিয়ালের সঙ্গে চুক্তি করেছেন চুয়ামেনি। এই চুক্তির সঙ্গে বোনাস হিসেবে যোগ হতে পারে আরও ১৭ মিলিয়ন ইউরো।

গ্যাব্রিয়েল জেসুস:  কোচ মাইকেল আর্তেতার একজন স্ট্রাইকার দরকার ছিল। সেই অভাব পূরণে ম্যানসিটি ছেড়ে ৪৫ মিলিয়ন ইউরোতে আর্সেনালে যোগ দেন জেসুস।

রবার্ট লেভানডভস্কি: ৪২.৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন লেভানডভস্কি।

আলেক্সান্দার ইজাক: সৌদি বিনিয়োগে বিশ্বের অন্যতম ধনী ক্লাব হয়ে উঠেছে নিউক্যাসল। রিয়াল সোসিয়েদাদ থেকে ক্লাব রেকর্ড ৭০ মিলিয়ন ইউরোতে ইজাককে কিনেছে তারা।

লিসান্দ্রো মার্তিনেজ: আয়াক্স থেকে  ডিফেন্ডার মার্তিনেজ ৪৮.৫ মিলিয়ন ইউরোতে যোগ দিয়েছেন ম্যানইউতে। এই চুক্তির সঙ্গে বোনাস হিসেবে যোগ হতে পারে আরও ৮.৫ মিলিয়ন ইউরো।

কালিদো কোলিবালি: রুদিগার ও  ক্রিস্টেনসেন চলে যাওয়ায় নাপোলি থেকে ৩৪ মিলিয়ন ইউরোতে সেন্টার-ব্যাক কোলিবালিকে কেনে চেলসি।

সাদিও মানে: লিভারপুলের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছেড়ে ৫১ মিলিয়ন ইউরোতে বায়ার্নে যোগ দেন মানে।
এবারের দলবদলের শেষদিনেও বেশ কয়েকটি বড় চুক্তি করেছে ক্লাবগুলো। বার্সা ছেড়ে চেলসির হয়ে ইপিএলে ফিরেছেন অবামেয়াং। ফিরেছেন উইলিয়ানও। জুভেন্টাস থেকে ধারে লিভারপুলে গেছেন আর্থার মেলো। আর্সেনাল ছেড়ে বার্সায় ফিরেছেন হেক্টর বেয়েরিন। বার্সা ধারে সের্জিনো দেস্তকে পাঠিয়েছে মিলানে। পিএসজি থেকে এভারটনে ফিরেছেন ইদ্রিসা গেয়ি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত