Ajker Patrika

আড়াই হাজার কৃষক পেলেন ধানবীজ

তিতাস প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৮
আড়াই হাজার কৃষক পেলেন ধানবীজ

তিতাস উপজেলার ২ হাজার ৭০০ কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে এসব বিতরণ করে উপজেলা কৃষি অফিস। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী।

২০২১-২০২২ অর্থবছরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হাইব্রিড ও উফশি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সহায়তা দেওয়া হয়।

এর মধ্যে ১ হাজার ৫০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ১ হাজার ২০০ কৃষককে ৫ কেজি করে উফশি হাইব্রিড ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মোর্শেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত