Ajker Patrika

কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে এসএমই ঋণ বিতরণ বাড়ল

জয়নাল আবেদীন খান, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১: ৩৪
কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে এসএমই ঋণ বিতরণ বাড়ল

করোনা পরিস্থিতির উন্নতিতে কুটির, অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (সিএমএসএমই) মাঝে ঋণ বিতরণ বেড়েছে। গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে সিএমএসএমই খাতে ৫৭ হাজার ১১৮ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আগের প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এর পরিমাণ ছিল ৪২ হাজার ৭৫ কোটি টাকা। অর্থাৎ বিদায়ী বছরের শেষ প্রান্তিকে এর আগের তুলনায় ১৫ হাজার ৪৩ কোটি টাকা বা ৩৫ দশমিক ৭৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা যায়।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি বড় তাগাদা থাকার কারণে এ খাতে ঋণ বিতরণ আস্তে আস্তে বাড়ছে। তাদের দিকনির্দেশনা অনুযায়ী সব ব্যাংক চেষ্টা করছে। আর সরকার ও বাংলাদেশ ব্যাংকের একটা প্রাগ্রাধিকার আছে সিএমএসএমই খাতে। তারা সর্বদা প্রতিটি ব্যাংককে এ খাতে বেশি করে বিনিয়োগ করতে বলছে।

সেলিম আর এফ হোসেন আরো বলেন, ‘ব্যাংকগুলো চেষ্টা করছে তাদের নির্দেশনা অনুযায়ী বিনিয়োগ করতে। আগামীতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। আর আমাদের ঋণের ৫৩ শতাংশ এসএমই খাতে বিতরণ করা হয়েছে।’

কেন্দ্রীয় ব্যাংকের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন প্রান্তিকে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৪২ হাজার ৭৫ কোটি টাকা। জানুয়ারি-মার্চ প্রান্তিকে সিএমএসএমই খাতে ঋণ দেওয়া হয় ৪৪ হাজার ৪৪৬ কোটি টাকা। সবমিলিয়ে ২০২১ সালে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ করা হয় এক লাখ ৮৫ হাজার ৪২৮ কোটি টাকা। আর এ খাতে ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৮২ কোটি টাকা এবং মোট ঋণগ্রহীতার সংখ্যা ৯ লাখ ৩৯ হাজার ১৩১ জন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখন বড় ঋণের তুলনায় ছোট ঋণে বেশি গুরুত্ব দিচ্ছি। ইতিপূর্বে এসএমই খাতে আমরা শতভাগ লক্ষ্য অর্জন করতে পারিনি। এখন প্রতি তিন মাস পরপর ব্যাংকগুলো থেকে তথ্য নেওয়া হচ্ছে এবং তাদের শতভাগ লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশনা দেয়া হয়েছে। তাই ব্যাংকগুলো এ বিষয়ে তৎপর হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতিতে সামগ্রিকভাবে এসএমই খাতে ঋণ বিতরণ বেড়েছে।’

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে এসএমই খাতে নতুন উদ্যোক্তাদের মধ্যে আট হাজার ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে জামানতবিহীন ঋণ ৮ হাজার ৩৮৮ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত