Ajker Patrika

আবার সচল হয়েছে জীবিকা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৫: ২৩
আবার সচল হয়েছে জীবিকা

দীর্ঘ দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। তেমনি শিক্ষার্থীদের পদচারণায় স্কুলনির্ভর দোকানিদের জীবিকা সচল হয়েছে।

সরেজমিন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জমিরউদ্দীন শাহ্ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে কথা হয় ঝালমুড়ি বিক্রেতা তরুণী কান্তের সঙ্গে। তিনি প্রায় ১৫ বছর ধরে এখানে ঝালমুড়ি, বাদাম, ছোলা বিক্রি করে সংসার চালান। এটাই তাঁর পেশা। এই ব্যবসায় পুঁজি কম, শ্রম কম লাগে। তা ছাড়া, কোমলমতি শিক্ষার্থীদের কাছে খাবার বেচে অনেক আনন্দ পান তিনি। কিন্তু করোনায় স্কুল বন্ধের পর অনেক কষ্টে দিন কাটিয়েছেন। এখন স্কুল খুলেছে, ফের দোকান করছেন।

ঝালমুড়ি কিনতে আসা কয়েকজন শিক্ষার্থী জানায়, এত দিন বাসায় পড়াশোনা করলেও তারা কিছু শিখতে পারেনি। এখন স্কুলে শিক্ষকেরা পড়াচ্ছেন। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে প্রতিদিন ঝালমুড়ি খেতে পারছে। অনেক মজা হচ্ছে।

খানসামা সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে কথা হয় শাহাজাদ হোসেনের সঙ্গে। তিনি এ স্কুলের ছাত্র ছিলেন আগে। ২০ বছর ধরে এই স্কুলে পড়াশোনার পাশাপাশি ঝালমুড়ি ও বাদামের দোকান করেন। বর্তমানে দোকান করে সংসার চালাচ্ছেন তিনি। স্কুল বন্ধ থাকায় ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। জীবিকার তাগিদে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন হাটবাজারে ঝালমুড়ি বিক্রি করেছেন। কিন্তু করোনায় স্কুলের সামনে বিক্রি করতে না পারায় তেমন লাভ হয়নি। বরং অনেক লোকসান হয়েছে।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কাছে মুড়ি বিক্রি করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাদের দেখতে প্রায়ই মাঠে আসতাম। যখন দেখতাম কেউ নেই, মনটা বিষাদে ভরে উঠত। আর যেন স্কুল বন্ধ না হয়। সবকিছু যেন আগের মতো ঠিকঠাক চলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত