Ajker Patrika

আসামিদের গ্রেপ্তার দাবিতে অবস্থান কর্মসূচি

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৯
আসামিদের গ্রেপ্তার দাবিতে অবস্থান কর্মসূচি

শরীয়তপুরে এটিএন বাংলার জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের ওপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকেরা।

শরীয়তপুর প্রেস ক্লাবের আয়োজনে সকাল সাড়ে ৯টা থেকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার সকলস্থরের গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

এসময় সাংবাদিক নেতারা সাংবাদিক পারভেজের ওপর হামলার প্রতিবাদ জানান। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আটক করার আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান, ২০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে নিজ কর্মস্থলের সামনে এক নারীকে লোহার রড দিয়ে পেটাতে দেখে এগিয়ে যান রোকনুজ্জামান পারভেজ। নারীকে পেটানোর কারণ জানতে চাইলে এবং হামলার ঘটনার ভিডিও ধারণ করলে হামলাকারীরা সাংবাদিক পারভেজের ওপর চড়াও হন।

এসময় তাদের হাতে থাকা লোহার রড দিয়ে পারভেজের মাথায়, পিঠে ও হাতে উপর্যুপরি আঘাত করে সন্ত্রাসীরা। রডের আঘাতে মাটিতে লুটিয়ে পরলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় সাংবাদিক পারভেজকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে পালং মডেল থানা-পুলিশ।

ওই দিন রাতেই হামলাকারী নাজমুল হামান, নাইমুল হাসান নিলয়, হৃদয় ও রিফাতের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেন সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ।

মামলার পরে দীর্ঘ ৪৮ ঘণ্টা অবিবাহিত হলেও গতকাল বুধবার দুপুর পর্যন্ত কোনো আসামিকেই আটক করতে পারেনি পুলিশ। আসামিরা পারভেজকে মামলা প্রত্যাহর করার হুমকি দিয়ে আসছে।

শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই আসামিদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ। আসামিরা আত্মগোপনে চলে যাওয়ায় এখনো তাদের আটক করা সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আটক করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত