Ajker Patrika

চর্যাপদ গবেষক আলীম মাহমুদের জন্মোৎসব

সখীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ২৮
চর্যাপদ গবেষক আলীম মাহমুদের জন্মোৎসব

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের গবেষক অধ্যাপক আলীম মাহমুদের ৫৯ তম জন্মোৎসব পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার একটি মিলনায়তনে এ জন্মোৎসবের আয়োজন করা হয়। সাহিত্য সাংস্কৃতিক সংগঠন আবাহন ও চর্যা সহজিয়া এ উৎসবের আয়োজন করে।

জন্মোৎসবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী, উপজেলা আওয়ামী সভাপতি শওকত শিকদার, সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ, বোয়লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, প্রফেসর আলীম মাহমুদের সহধর্মিণী মোসলিমা খাতুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, নাট্যজন আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা জন্মোৎসবে উপস্থিত হয়ে প্রফেসর আলীম মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান।

অধ্যাপক আলীম মাহমুদ প্রাচ্যের আলিগড় খ্যাত সরকারি সাদত কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ। তিনি একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও আমাদের কলেজ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ নিয়ে গবেষণা করছেন এবং চর্যাপদের সবগুলো পদকে সুরারোপ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত