Ajker Patrika

সড়কের পাশে বর্জ্যের স্তূপ

তিতাস প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৬
সড়কের পাশে বর্জ্যের স্তূপ

তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের উত্তর পাশে গৌরীপুর-হোমনা সড়কের পাশে ময়লার ফেলায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এর দুর্গন্ধে জনদুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে। এতে মশা ও মাছি বৃদ্ধি পেয়ে বিভিন্ন রোগ–জীবাণু ছড়াচ্ছে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে থাকা ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে স্থানীয় মধ্য আকালিয়া, উত্তর আকালিয়া, সামনগর, উপাধি ও অজুদ্দানগর গ্রামবাসীসহ মেঘনা, হোমনা, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার কয়েক হাজার লোক চলাচল করেন। সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ময়লার গন্ধে থেকে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

এ সময় মধ্য আকালিয়া গ্রামের ওসমান মিয়া (৪০) ও ইব্রাহিম মিয়ার (৩৫) সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, বাতাকান্দি গরুর বাজারসহ পুরো বাজারের ময়লা এখানে ফেলার কারণে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেক দুর্গন্ধ হয়। এতে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। পরিবেশও দূষণ হচ্ছে।

অটোরিকশা চালক সোহাগ হোসেন বলেন, সড়ক জুড়ে এমন ময়লার ভাগাড় আমি কোথাও দেখিনি। এই ময়লা থেকে বড় বড় মশা ও মাছি জন্ম হচ্ছে। এই মশা মাছি থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে। এ নিয়ে যাত্রীরাও অতিষ্ঠ।

এই সড়কের নিয়মিত যাত্রী মুরাদনগরের আব্দুর রশিদ বলেন, ‘আমি প্রতিদিন এই সড়ক দিয়ে হোমনা, তিতাস ও মুরাদনগর আসা যাওয়া করি। এখানে আসলে খুব দুর্গন্ধের শিকার হতে হয়।’

সড়কের পাশে ফার্নিচার দোকানদার আল আমিন বলেন, এখানে ময়লা ফেলার কারণে আমরা দোকান করতে খুব অসুবিধা হচ্ছে। কর্মচারীরা থাকতে চাই না। তাই এখান থেকে ময়লার ভাগাড় সরানোর পাশাপাশি পরিবেশ দূষণমুক্ত করার দাবি জানাই।’

বাতাকান্দি বাজারের সভাপতি ও জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘খুব শিগগিরই আমরা বাজারের ময়লা ফেলার জন্য মিটিং করে একটি স্থান নির্ধারণ করব।’

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সরফরাজ হোসেন খান বলেন, জনবহুল এলাকায় ময়লার ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সর্দি–কাশি ও ক্যানসারের মতো রোগও হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম মোর্শেদ বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। তবে বাতাকান্দি বাজারে এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত