Ajker Patrika

জব্বার মার্কেট চালু হলো ২৮ বছর পর

মোহাম্মদ কাজী রাকিব, পাথরঘাটা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫: ৫৪
জব্বার মার্কেট চালু হলো ২৮ বছর পর

বরগুনার পাথরঘাটায় প্রতিষ্ঠিত হওয়ার ২৮ বছর পর পুনরায় চালু হয়েছে মরহুম আব্দুল জব্বার আকন পৌর মার্কেট। এতে স্থানীয় বাসিন্দারা স্বন্তোষ প্রকাশ করেছেন। গতকাল শনিবার সকাল থেকে নিয়মিত বসেছে নিত্যপ্রয়োজনীয় দোকান।

জানা গেছে, ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্বোধন করা হয়। এর আগে ১৯৯২ সালে তৎকালীন কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বার আকন তৎকালীন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ইউনুস আলীর অনুরোধে তাঁর নিজস্ব সম্পত্তি দান করেন এ মার্কেটের জন্য।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, পাথরঘাটা পৌরসভা প্রতিষ্ঠার পর ১৯৯২ সালে পৌরসভার আয়ের উৎস হিসেবে এ মার্কেটের উদ্যোগ নিয়েছিল তৎকালীন পৌর প্রশাসক শেখ ইউনুস আলী। এ জন্য তাঁর বড় ভাই কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার আকন তাঁর নির্মিত মাদ্রাসা মসজিদের পাশে এক একর জমির ওপর টলশেট ও কয়েকটি দোকান ঘর নির্মাণ করে মার্কেট চালু করেন। তবে তা অব্যবস্থাপনার কারণে বেশি দিন টিকেনি। ফলে দীর্ঘ ২৮ বছর বন্ধ ছিল এ মার্কেটের কার্যক্রম।

এ মার্কেটের কাঁচামাল বিক্রেতা আব্দুল জলিল বলেন, অনেক দিন পর এ মার্কেটটি চালু হওয়ায় ক্রেতা একটু কম।

স্থানীয় কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল বলেন, এই মার্কেটটির কারণে পাথরঘাটা পৌরসভায় রাজস্ব আয়ের পাশাপাশি এ এলাকার প্রায় দশ হাজার বাসিন্দাদের সময়ের অপচয় কম হবে এবং গাড়ি ভাড়া সাশ্রয়ী হবে। এ ছাড়া দেশের বৃহত্তর মৎস্য বন্দর বিএফডিসি মৎস্য ঘাট থেকে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার গুলো এখান থেকে সহজে তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে মাছ শিকারে যেতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত