Ajker Patrika

সিলেটে বিএনপির গণ-অনশন

সিলেট প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩: ২৩
সিলেটে বিএনপির গণ-অনশন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে সিলেটে পৃথক গণঅনশন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার এই কর্মসূচি পালন করেন নেতা–কর্মীরা। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতা–কর্মীরা অংশ নেন।

সকাল সাড়ে ৯টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর বিএনপি ও সকাল ১১টায় রেজিস্টারি মাঠে জেলা বিএনপি কর্মসূচি পালন করে।

এ সময় নেতারা বলেন, বিএনপি ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত না করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাঁকে সাধারণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

তাঁরা খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশ পাঠানো ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের শামীম, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাবেক সহসভাপতি আশিক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ, সদর উপজেলা বিএনপি নেতা আ ফ কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হাসনাত, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরীসহ অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির কর্মসূচিতে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত