Ajker Patrika

টানা তৃতীয় ফ্লপের মুখে রণবীর

টানা তৃতীয় ফ্লপের মুখে রণবীর

স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা ‘৮৩’, এরপর ‘জয়েশভাই জোয়ারদার’—রণবীর সিংয়ের সর্বশেষ দুটি সিনেমা মোটেই ভালো ব্যবসা করতে পারেনি। ভরসা ছিল ‘সার্কাস’ নিয়ে। কিন্তু বলিউডের সুপারহিট পরিচালক রোহিত শেঠির কাঁধে ভর দিয়েও সাফল্যের দেখা পেলেন না রণবীর সিং। গত শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি মোটেই আশার আলো দেখাতে পারছে না। এ নিয়ে রণবীর অভিনীত পরপর তিনটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে।

‘সার্কাস’-এ দ্বৈত চরিত্রে আছেন রণবীর সিং। তিনি ছাড়াও আছেন একঝাঁক তারকাশিল্পী—পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ, জনি লিভার, সঞ্জয় মিশ্র, সিদ্ধার্থ যাদবসহ অনেকে। একটি গানে অতিথিশিল্পী হয়ে দেখা দিয়েছেন দীপিকা পাড়ুকোনও। সিনেমাটি তৈরি হয়েছে উইলিয়াম শেক্‌সপিয়ারের কালজয়ী নাটক ‘দ্য কমেডি অব এররস’-এর ওপর ভিত্তি করে। এত কিছু একসঙ্গে হাজির করেও চমক দেখাতে ব্যর্থ সার্কাস। বলিউড বিশেষজ্ঞরা বলছেন, গত ১০ বছরে রোহিত শেঠির সবচেয়ে দুর্বল চিত্রনাট্য এই সার্কাস।

বক্স অফিস ইন্ডিয়া ডটকমের রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিন সারা ভারতে সিনেমাটি মাত্র ৭ থেকে ৭ দশমিক ৫ কোটি রুপির ব্যবসা করেছে। যেকোনো বড় বাজেটের বলিউড সিনেমার জন্য এ পরিমাণ খুবই কম। যেখানে আশা করা হচ্ছিল প্রথম দিন শুধু মুম্বাইয়ে সিনেমাটি কম করে হলেও ৫ কোটি রুপি আয় আনতে পারবে। অথচ মুম্বাইয়ে টেনেটুনে মাত্র ৩ কোটি রুপির ব্যবসা করতে পেরেছে সার্কাস।

পরিবারের ভালোবাসায় ভর করে কীভাবে জীবনকে উপভোগ করা যায়, সার্কাসের হাত ধরে সেটাই দর্শককে দেখাতে চেয়েছিলেন রোহিত। কিন্তু সে আশায় গুড়েবালি। ‘কারেন্ট লাগা রে’ গানে দীপিকার উপস্থিতি আশা জাগিয়েছিল। কিন্তু রণবীরকে তৃতীয় ফ্লপের হাত থেকে বাঁচাতে পারলেন না দীপিকাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত