খান রফিক, বরিশাল
গরিবের বাজার হিসেবে খ্যাত বরিশাল নগরের স্টিমারঘাটসংলগ্ন হাজী মো. মহসিন হকার্স মার্কেট আকস্মিকভাবেই পরিণত হলো ডিসি মার্কেটে। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন মার্কেটের পুরোনো সাইনবোর্ড সরিয়ে ডিসি মার্কেট নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইছে। ব্যবসায়ীরা ৩৫ বছর আগের পুরোনো নাম বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাঁর সাক্ষাৎ মেলেনি। এ অবস্থায় মার্কেটটির নাম মহসিন মার্কেট রাখার দাবিতে সিটি মেয়রের দ্বারস্থ হবেন বলে জানান ব্যবসায়ীরা।
জানা গেছে, ১৯৮৩ সালে তৎকালীন বরিশাল জেলা প্রশাসক এম এ বারী নগরের স্টিমার ঘাটসংলগ্ন এলাকায় প্রায় এক একর জমির ওপর হাজী মো. মহসিন হকার্স মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
মহসিন মার্কেটের ব্যবসায়ী আবুল হাশেম বলেন, মঙ্গলবার হঠাৎ করে এসি ল্যান্ড অফিসের লোকজন এসে পুরোনো সাইনবোর্ড নামিয়ে ডিসি মার্কেট নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। অথচ এ বিষয়ে জেলা প্রশাসন ব্যবসায়ীদের কোনো নোটিশ দেয়নি। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীরা এ মার্কেটের নাম হাজী মো. মহসিন রাখার জন্য বরিশাল জেলা প্রশাসকের প্রতি দাবি জানাচ্ছি।'
বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘বিশাল এই মার্কেটটি ৩৯ বছর ধরে মহসিন মার্কেট হিসেবেই চলে আসছে।
হঠাৎ শুনলাম মহসিন মার্কেটের নাম পরিবর্তন কর ডিসি মার্কেট নামকরণ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।' তিনি এ ঘটনায় বরিশালবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
হাজী মো. মহসিন মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর দাস বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে মহসিন মার্কেটটি ১ নম্বর খতিয়ানের জমি বলে দাবি করা হয়। এ জন্য এটি ডিসি মার্কেট নামে থাকবে এমনটাই জানিয়েছেন আরডিসি এবং এসি ল্যান্ড। কিন্তু আমরা মহসিন মার্কেট হিসেবে নাম থাক এই দাবিতে কয়েকবার ডিসি অফিসে গিয়েছি। মঙ্গলবার সাইনবোর্ড পরিবর্তনের দিন সন্ধ্যায় জেলা প্রশাসনে গিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারিনি।’
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম আকনুর বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা ব্যবসায়ীরা সন্ধ্যায় মহসিন মার্কেট নাম বহালের দাবিতে সিটি মেয়রের কাছে যাব।
তিনিই এর সমাধান দেবেন।’
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করে ফিরতি মেসেজে ফোন করবেন বলে জানান। কিন্তু পরে আর এর জবাব দেননি।
উল্লেখ্য জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সম্প্রতি টাঙ্গাইল বদলি হয়েছেন। তবে এখনো বরিশালে অবস্থান করছেন।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসএ শাখা) ও আরডিসি এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘মার্কেটের ব্যবসায়ীরা তাঁদের প্রয়োজনে আমার কাছে এসেছিলেন।
তবে নাম পরিবর্তন কেন হলো এ বিষয়ে বক্তব্য দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছেন জেলা প্রশাসক। তিনি এ বিষয়ে বলতে পারবেন।’
গরিবের বাজার হিসেবে খ্যাত বরিশাল নগরের স্টিমারঘাটসংলগ্ন হাজী মো. মহসিন হকার্স মার্কেট আকস্মিকভাবেই পরিণত হলো ডিসি মার্কেটে। গত মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন মার্কেটের পুরোনো সাইনবোর্ড সরিয়ে ডিসি মার্কেট নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বইছে। ব্যবসায়ীরা ৩৫ বছর আগের পুরোনো নাম বহাল রাখার দাবিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাঁর সাক্ষাৎ মেলেনি। এ অবস্থায় মার্কেটটির নাম মহসিন মার্কেট রাখার দাবিতে সিটি মেয়রের দ্বারস্থ হবেন বলে জানান ব্যবসায়ীরা।
জানা গেছে, ১৯৮৩ সালে তৎকালীন বরিশাল জেলা প্রশাসক এম এ বারী নগরের স্টিমার ঘাটসংলগ্ন এলাকায় প্রায় এক একর জমির ওপর হাজী মো. মহসিন হকার্স মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
মহসিন মার্কেটের ব্যবসায়ী আবুল হাশেম বলেন, মঙ্গলবার হঠাৎ করে এসি ল্যান্ড অফিসের লোকজন এসে পুরোনো সাইনবোর্ড নামিয়ে ডিসি মার্কেট নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। অথচ এ বিষয়ে জেলা প্রশাসন ব্যবসায়ীদের কোনো নোটিশ দেয়নি। তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ীরা এ মার্কেটের নাম হাজী মো. মহসিন রাখার জন্য বরিশাল জেলা প্রশাসকের প্রতি দাবি জানাচ্ছি।'
বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘বিশাল এই মার্কেটটি ৩৯ বছর ধরে মহসিন মার্কেট হিসেবেই চলে আসছে।
হঠাৎ শুনলাম মহসিন মার্কেটের নাম পরিবর্তন কর ডিসি মার্কেট নামকরণ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।' তিনি এ ঘটনায় বরিশালবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
হাজী মো. মহসিন মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর দাস বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে মহসিন মার্কেটটি ১ নম্বর খতিয়ানের জমি বলে দাবি করা হয়। এ জন্য এটি ডিসি মার্কেট নামে থাকবে এমনটাই জানিয়েছেন আরডিসি এবং এসি ল্যান্ড। কিন্তু আমরা মহসিন মার্কেট হিসেবে নাম থাক এই দাবিতে কয়েকবার ডিসি অফিসে গিয়েছি। মঙ্গলবার সাইনবোর্ড পরিবর্তনের দিন সন্ধ্যায় জেলা প্রশাসনে গিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারিনি।’
সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম আকনুর বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে আমরা ব্যবসায়ীরা সন্ধ্যায় মহসিন মার্কেট নাম বহালের দাবিতে সিটি মেয়রের কাছে যাব।
তিনিই এর সমাধান দেবেন।’
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করে ফিরতি মেসেজে ফোন করবেন বলে জানান। কিন্তু পরে আর এর জবাব দেননি।
উল্লেখ্য জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সম্প্রতি টাঙ্গাইল বদলি হয়েছেন। তবে এখনো বরিশালে অবস্থান করছেন।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসএ শাখা) ও আরডিসি এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘মার্কেটের ব্যবসায়ীরা তাঁদের প্রয়োজনে আমার কাছে এসেছিলেন।
তবে নাম পরিবর্তন কেন হলো এ বিষয়ে বক্তব্য দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছেন জেলা প্রশাসক। তিনি এ বিষয়ে বলতে পারবেন।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫