নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
যেদিকে চোখ যায়, শুধু ব্যানার আর পোস্টার। তার ওপর নগরীর বিভিন্ন জায়গায় কদিন ধরে চলে মোটরসাইকেল-ট্রাক শোভাযাত্রায় নেতাদের বন্দনা। ফেসবুকেও চলে নেতাদের ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে প্রচার। সব মিলিয়ে মহানগর যুবলীগের আজকের (সোমবার) সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এদিকে কর্মীরা যখন মাঠে-ঘাটে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটান, পদপ্রত্যাশী নেতাদের তখন সময় কাটে কেন্দ্রীয় নেতাদের মন জয়ের মধ্য দিয়ে।
আজ নগরীর দি কিং অব চিটাগংয়ে মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে এর আগে দক্ষিণ ও উত্তর জেলার সম্মেলন হচ্ছে। এ উপলক্ষে যুবলীগের দুই শীর্ষস্থানীয় নেতা চেয়ারম্যান শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান গত শনিবার চট্টগ্রামে এলেও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাইম এবং সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ চলে আসেন আরও আগেই। গত ২২ মে বিকেলে তাঁরা চট্টগ্রামের রেডিসন ব্লুতে এসে ওঠেন। থাকছেন এই হোটেলেই। এরপর থেকে তাঁদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীরা।
তবে সম্মেলনেই পদপ্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না—এমন আভাসই মিলেছে। ঝামেলা এড়াতে ঢাকা থেকেই ঘোষণা হতে পারে কমিটি। তবে এতেও পদপ্রত্যাশীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে না।
প্রধান দুই পদে বেশ কিছু নেতা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে নগর যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু, সাবেক ছাত্রনেতা দেবাশীষ পাল দেবু, শেখ নাসির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন ও হাসান মুরাদ বিপ্লব, সুরঞ্জিত বড়ুয়া লাভু, দিদারুল আলম, সুমন দেবনাথসহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন।
নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইয়াছির আরাফাত, নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি ইমরান আহমেদ ইমু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনসহ অনেকেই প্রার্থী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দেওয়া ফজলে রাব্বী সুজন বলেন, ‘২০০২ সালে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হই। চট্টগ্রামে যুবলীগকে আমি সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখান থেকে আমরা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কাজে অংশ নিতে পারব।’
যেদিকে চোখ যায়, শুধু ব্যানার আর পোস্টার। তার ওপর নগরীর বিভিন্ন জায়গায় কদিন ধরে চলে মোটরসাইকেল-ট্রাক শোভাযাত্রায় নেতাদের বন্দনা। ফেসবুকেও চলে নেতাদের ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে প্রচার। সব মিলিয়ে মহানগর যুবলীগের আজকের (সোমবার) সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এদিকে কর্মীরা যখন মাঠে-ঘাটে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটান, পদপ্রত্যাশী নেতাদের তখন সময় কাটে কেন্দ্রীয় নেতাদের মন জয়ের মধ্য দিয়ে।
আজ নগরীর দি কিং অব চিটাগংয়ে মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে এর আগে দক্ষিণ ও উত্তর জেলার সম্মেলন হচ্ছে। এ উপলক্ষে যুবলীগের দুই শীর্ষস্থানীয় নেতা চেয়ারম্যান শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান গত শনিবার চট্টগ্রামে এলেও সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাইম এবং সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ চলে আসেন আরও আগেই। গত ২২ মে বিকেলে তাঁরা চট্টগ্রামের রেডিসন ব্লুতে এসে ওঠেন। থাকছেন এই হোটেলেই। এরপর থেকে তাঁদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছেন পদপ্রত্যাশী নেতা-কর্মীরা।
তবে সম্মেলনেই পদপ্রত্যাশীদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না—এমন আভাসই মিলেছে। ঝামেলা এড়াতে ঢাকা থেকেই ঘোষণা হতে পারে কমিটি। তবে এতেও পদপ্রত্যাশীদের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে না।
প্রধান দুই পদে বেশ কিছু নেতা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে নগর যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু, সাবেক ছাত্রনেতা দেবাশীষ পাল দেবু, শেখ নাসির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন ও হাসান মুরাদ বিপ্লব, সুরঞ্জিত বড়ুয়া লাভু, দিদারুল আলম, সুমন দেবনাথসহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন।
নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইয়াছির আরাফাত, নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি ইমরান আহমেদ ইমু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনসহ অনেকেই প্রার্থী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দেওয়া ফজলে রাব্বী সুজন বলেন, ‘২০০২ সালে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হই। চট্টগ্রামে যুবলীগকে আমি সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখান থেকে আমরা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কাজে অংশ নিতে পারব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫