Ajker Patrika

‘বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়’

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২০
‘বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ৫৪০ টাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৪৭ বিলিয়ন ডলার।’ গতকাল শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার বজ্রগোপাল টাউন হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চরফ্যাশন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহি, চরফ্যাশন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌরসভা মেয়র মো. মোরশেদ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জনগণের পাশে আছে বলেই শহরের পাশাপাশি চরাঞ্চলেও অবকাঠামো উন্নয়ন হয়েছে। হচ্ছেও। সেই উন্নয়নের ধারা থেকে বাদ পড়েনি চরফ্যাশন।’

মতবিনিময় সভায় যোগদানের আগে বেলা ১টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় মুজিবনগরের অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি দেন তিনি।

প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘চরফ্যাশন একটি দুর্যোগপ্রবণ এলাকা। সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশনে যে উন্নয়ন করেছেন, তা অভিভূত। বিভাগীয় শহরেও এত উন্নয়ন হয়নি।’

চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর, চর কুকরিমুকরি, ঢালচরে আয়তন ও জনসংখ্যার অনুপাতে বরাদ্দ দেওয়া হয়নি।’

পরে প্রতিমন্ত্রীর কাছে চরাঞ্চলের অবকাঠামো উন্নয়নে কালভার্ট, সড়ক পাকাকরণ, সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত