Ajker Patrika

বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২১
বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সোনাকানিয়া ইউনিয়নের মির্জাপুর বাংলাবাজার এলাকায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম চৌধুরীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়েছেন সেলিম চৌধুরী। তিনি সাতকানিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

সেলিম চৌধুরী অভিযোগ করেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের তাঁর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছেন। এ হামলার ভিডিও ফুটেজ (সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে) আমার ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে।’

এ হামলার ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কী জানতে চাইলে সেলিম চৌধুরী বলেন, ‘হামলার ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই মামলা করা হবে।’

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘গত শুক্রবার বিকেলে বিদ্রোহী প্রার্থী সেলিম চৌধুরীর পথসভায় আমার নাম ধরে গালাগালি করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাতে আমার কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালান। বিষয়টি জানার পর আমি কর্মীদের শান্ত করার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলাম। এর সিসি ক্যামেরার ফুটেজ সেলিম চৌধুরী ফেসবুকের মাধ্যমে ভাইরাল করেন।’

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সোনাকানিয়ায় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা পুলিশ তদন্ত করেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত