Ajker Patrika

খোকনসহ ৭২ নেতার নামে পুলিশের মামলা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১০: ৪০
খোকনসহ ৭২ নেতার  নামে পুলিশের মামলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ ৭২ জন বিএনপি নেতা কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম বাদী হয়ে এই মামলা করেন। গত সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সময় পুলিশি কাজে বাধা সৃষ্টি, ইটপাটকেল ছুড়ে পুলিশকে আক্রমণ এবং অটো ভাঙচুরের অভিযোগ করা হয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, সোমবার বিকেলে বিএনপির নেতা–কর্মীরা নরসিংদী সদরের চিনিশপুর এলাকায় রাস্তা বন্ধ করে দলীয় অনুষ্ঠান করছিল। পুলিশ রাস্তা থেকে সরে যেতে বললে, তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় ইটের আঘাতে আবু সাইদ ও সবুজ মিয়া নামে দুজন পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে পালানোর সময় ছয়জনকে আটক করে পুলিশ।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, খায়রুল কবির খোকনসহ ৭২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিএনপি নেতা–কর্মীরা জানান, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের গেটের ভেতর সমাবেশ ছিল। বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ কার্যালয়ের আশপাশে ঘেরাও করে রাখে। তখন দলীয় নেতা–কর্মীরা গেট থেকে বের হলেই পুলিশ আটক শুরু করে। এতে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয় কয়েক শত নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত