নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যাটরিনা কাইফ বিয়ের দিন প্রায় কোটি টাকা দামের পোশাক পরেছিলেন। এমন দামি বিয়ের পোশাক পৃথিবীতে আরও আছে। জেনে নেওয়া যাক দামি ৫টি বিয়ের পোশাক সম্পর্কে।
অ্যাঞ্জেলাবেবির বিয়ের পোশাক
২০১৫ সালে চীনের মডেল, গায়িকা ও নায়িকা অ্যাঞ্জেলা ইয়োং উইং বিয়ে করেন। তাঁর বিয়েতে খরচ হয় ৩১ মিলিয়ন ডলার। এর মধ্যে বিয়ের গাউনের দাম ছিল প্রায় ১২ কোটি ৮৫ লাখ টাকা বা দেড় মিলিয়ন ডলার। ফরাসি ব্র্যান্ড ডিওয়ের তৈরি গাউনটি তৈরিতে সময় লাগে ৫ মাস। গাউনটির ওড়না ১০ ফুট লম্বা। এর হাতায় আছে গোলাপের নকশা করা হাতে তৈরি লেইস।
ভিরা ওয়াংস পিকক ড্রেস
মার্কিন ফ্যাশন ডিজাইনার ভিরা ওয়াং সাদা রঙের রীতি ভেঙে ময়ূরের পেখম দিয়ে একটি গাউন তৈরি করেন। পুরুষ ময়ূরের ২ হাজার ৯টি পেখম দিয়ে বানানো এই গাউন সেলাই করেন ৮ জন কারিগর। বানাতে সময় লাগে ৮ মাস। প্রায় ১২ কোটি ৮৫ লাখ টাকা বা দেড় মিলিয়ন ডলারের বিয়ের গাউনটি প্রথম প্রদর্শিত হয় নানজিংয়ের একটি ওয়েডিং এক্সপোতে।
হোয়াইট গোল্ড ড্রেস
প্রায় ৬৮ কোটি ৫৩ লাখ টাকা বা ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার দামের পোশাকটির ডিজাইনার ইউমি কাটসুরা। ৮৯ বছর বয়সী জাপানি এই ডিজাইনার সিল্ক ও সাটিন কাপড়ের ওপরে বিশাল বিশাল গোলাপ বসিয়ে দিয়েছিলেন। বিয়ের এ পোশাকটি দেখলে মনে হয় যেন ফুল ফুটে আছে। গাউনটিতে ছিল ১ হাজার মুক্তা, ৫ ক্যারেটের দুষ্প্রাপ্য হোয়াইট গোল্ড ও ৮ দশমিক ৮ ক্যারেটের সবুজ হীরা। দাম বেশি হওয়ায় পোশাকটি কখনো বিক্রি হয়নি।
খোসলা লেহেঙ্গা
মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি বিয়েতে ৯০ কোটি রুপি বা প্রায় ১০১ কোটি ২৩ লাখ টাকা দামের লেহেঙ্গা পরেছিলেন। এটির ডিজাইনার ছিলেন আবু জানি সন্দীপ খোসলা। ইশা লেহেঙ্গার ওড়না হিসেবে জড়িয়ে নিয়েছিলেন তাঁর মায়ের বিয়ের শাড়ি। দুই শেডের অফ হোয়াইট ও গাঢ় লাল রঙের লেহেঙ্গাটি ভারতের ইতিহাসে সবচেয়ে দামি বিয়ের পোশাক।
দ্য ডায়মন্ড ওয়েডিং গাউন
প্রায় ১০২ কোটি ৮০ লাখ টাকা বা ১২ মিলিয়ন ডলার দামের বিয়ের গাউনটি কোনো বিয়েতে পরা হয়নি। ডিজাইনার রেনে স্ট্রাউস ও মার্টিন কার্টজ গাউনটি বিক্রি করেননি। বিয়ের পোশাকের বিজ্ঞাপন হিসেবেই তাঁরা এটি প্রদর্শন করেছেন। নামীদামি ফ্যাশন শোতেও এই পোশাক দেখা গেছে। ওয়েডিং গাউনটি পরে এপাশ-ওপাশ ঘুরলেই আলোর ঝলকানি দেখা যায়। ১৫০ ক্যারেটের হীরাখচিত গাউনটি তৈরি করা হয় ২০০৬ সালে।
সূত্র: লাক্সেটিক
ক্যাটরিনা কাইফ বিয়ের দিন প্রায় কোটি টাকা দামের পোশাক পরেছিলেন। এমন দামি বিয়ের পোশাক পৃথিবীতে আরও আছে। জেনে নেওয়া যাক দামি ৫টি বিয়ের পোশাক সম্পর্কে।
অ্যাঞ্জেলাবেবির বিয়ের পোশাক
২০১৫ সালে চীনের মডেল, গায়িকা ও নায়িকা অ্যাঞ্জেলা ইয়োং উইং বিয়ে করেন। তাঁর বিয়েতে খরচ হয় ৩১ মিলিয়ন ডলার। এর মধ্যে বিয়ের গাউনের দাম ছিল প্রায় ১২ কোটি ৮৫ লাখ টাকা বা দেড় মিলিয়ন ডলার। ফরাসি ব্র্যান্ড ডিওয়ের তৈরি গাউনটি তৈরিতে সময় লাগে ৫ মাস। গাউনটির ওড়না ১০ ফুট লম্বা। এর হাতায় আছে গোলাপের নকশা করা হাতে তৈরি লেইস।
ভিরা ওয়াংস পিকক ড্রেস
মার্কিন ফ্যাশন ডিজাইনার ভিরা ওয়াং সাদা রঙের রীতি ভেঙে ময়ূরের পেখম দিয়ে একটি গাউন তৈরি করেন। পুরুষ ময়ূরের ২ হাজার ৯টি পেখম দিয়ে বানানো এই গাউন সেলাই করেন ৮ জন কারিগর। বানাতে সময় লাগে ৮ মাস। প্রায় ১২ কোটি ৮৫ লাখ টাকা বা দেড় মিলিয়ন ডলারের বিয়ের গাউনটি প্রথম প্রদর্শিত হয় নানজিংয়ের একটি ওয়েডিং এক্সপোতে।
হোয়াইট গোল্ড ড্রেস
প্রায় ৬৮ কোটি ৫৩ লাখ টাকা বা ৮ দশমিক ৫ মিলিয়ন ডলার দামের পোশাকটির ডিজাইনার ইউমি কাটসুরা। ৮৯ বছর বয়সী জাপানি এই ডিজাইনার সিল্ক ও সাটিন কাপড়ের ওপরে বিশাল বিশাল গোলাপ বসিয়ে দিয়েছিলেন। বিয়ের এ পোশাকটি দেখলে মনে হয় যেন ফুল ফুটে আছে। গাউনটিতে ছিল ১ হাজার মুক্তা, ৫ ক্যারেটের দুষ্প্রাপ্য হোয়াইট গোল্ড ও ৮ দশমিক ৮ ক্যারেটের সবুজ হীরা। দাম বেশি হওয়ায় পোশাকটি কখনো বিক্রি হয়নি।
খোসলা লেহেঙ্গা
মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি বিয়েতে ৯০ কোটি রুপি বা প্রায় ১০১ কোটি ২৩ লাখ টাকা দামের লেহেঙ্গা পরেছিলেন। এটির ডিজাইনার ছিলেন আবু জানি সন্দীপ খোসলা। ইশা লেহেঙ্গার ওড়না হিসেবে জড়িয়ে নিয়েছিলেন তাঁর মায়ের বিয়ের শাড়ি। দুই শেডের অফ হোয়াইট ও গাঢ় লাল রঙের লেহেঙ্গাটি ভারতের ইতিহাসে সবচেয়ে দামি বিয়ের পোশাক।
দ্য ডায়মন্ড ওয়েডিং গাউন
প্রায় ১০২ কোটি ৮০ লাখ টাকা বা ১২ মিলিয়ন ডলার দামের বিয়ের গাউনটি কোনো বিয়েতে পরা হয়নি। ডিজাইনার রেনে স্ট্রাউস ও মার্টিন কার্টজ গাউনটি বিক্রি করেননি। বিয়ের পোশাকের বিজ্ঞাপন হিসেবেই তাঁরা এটি প্রদর্শন করেছেন। নামীদামি ফ্যাশন শোতেও এই পোশাক দেখা গেছে। ওয়েডিং গাউনটি পরে এপাশ-ওপাশ ঘুরলেই আলোর ঝলকানি দেখা যায়। ১৫০ ক্যারেটের হীরাখচিত গাউনটি তৈরি করা হয় ২০০৬ সালে।
সূত্র: লাক্সেটিক
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫