Ajker Patrika

ইঁদুরের জমানো ধানে ভাগ!

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ১৬
ইঁদুরের জমানো ধানে ভাগ!

খেতের পরে খেত ওরা ছুটে চলে ইঁদুরের গর্তের সন্ধানে। গর্তের সন্ধান মিললেই শুরু হয় খোঁড়া। আশা— ধানের শিষ সংগ্রহ। সেই শিষ মাড়িয়ে বের করা হবে ধান। সেই ধান সেদ্ধ করে বানানো হবে চাল। যা দিয়ে পরিবার-পরিজন নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার চেষ্টা।

অগ্রহায়ণের শুরু থেকে পৌষের মাঝামাঝি পর্যন্ত আমন খেতে ধান সংগ্রহের কাজ করে বাগদি সম্প্রদায়ের এক দল নারী। জীবিকার অন্বেষণে প্রতি পদে নানা ঝুঁকি মোকাবিলা করতে হয় তাঁদের। আমনের মৌসুম শুরু হলেই ইঁদুরের গর্তের সন্ধানে নেমে পড়ে দল বেঁধে। প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রতিদিন মাগুরা সদর উপজেলার নন্দীপাড়া থেকে ছুটে আসেন মাগুরার শ্রীপুর উপজেলার বড়বিলা মাঠে। সকাল থেকে সন্ধ্যা অব্দি চলে ধানের শিষ সংগ্রহ।

গত শুক্রবার উপজেলার বড়বিলা মাঠে গিয়ে দেখা যায়, ধানখেতে এক দল নারী খুঁজে বেড়াচ্ছে ইঁদুরের গর্ত। কারও হাতে কোদাল, কারও হাতে খোন্তা, অবার কারও হাতে বস্তা। আমন খেতে ইঁদুরের জমানো ধান খুঁজছে তাঁরা। এমনকি খেতে পড়ে থাকা ধানের শিষের মালিকানাও যেন তাঁদের। প্রতিদিন এখন বড়বিলার মাঠে চোখে পড়ে এ দৃশ্য। প্রতিদিনই তাঁরা দল বেঁধে ছুটে চলে ফসলের মাঠে। একটি মুহূর্ত যেন দম ফেলানোর সময় নেই। ইঁদুরের গর্ত কিংবা ঝরে পড়া ধান দেখলেই তাদের চোখে-মুখে ফুটে ওঠে সোনালি হাসি।

সরেজমিন কথা হয় ইঁদুরের গর্তের ধান সংগ্রহ করতে আসা দুর্গা রানী বিশ্বাস ও চিত্রা রানী বিশ্বাসের সঙ্গে। দুর্গা রানী বিশ্বাস বলেন, ‘বছরের অন্য সময় আমরা হাটে-বাজারে কাজ করি। অন্যের খেতে দিনমজুরি দিয়ে, খালে-বিলে মাছ ও কুঁচে ধরে তাহা বিক্রি করে সংসার চালাই। এ সময় ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করি। প্রতি মৌসুমে ৮ থেকে ১০ মণ ধান পাওয়া যায়।’

চিত্রা রানী বিশ্বাস বলেন, ‘অনেক গর্তেই ধান থাকে না। আবার ভাগ্য ভালো হলে অনেক গর্তেই ধান পাওয়া যায়। তখন বড় আনন্দ লাগে। আবার অনেক গর্তেই ইঁদুরের বদলে সাপ থাকে। ঝুঁকি নিয়ে আমরা এ কাজ করি। তাই গর্তে খুব সাবধানে হাত ঢোকাতে হয়। প্রথম প্রথম ইন্দুরের গর্তে হাত দিতি সাহস পাতাম না। যদি পোকামাকড় থাকে! তবু ভয়ে ভয়ে একদিন হাত ঢুকাই। খসখস শব্দ হলি ভয় পাই।’

স্থানীয় কৃষক নজরুল ইসলাম বলেন, আমন মৌসুমে ধান খেতে ইঁদুরের আক্রমণ বেশি হয়। এ সময় ইঁদুর ধান খেতে গর্ত করে, পাকা ধানের শিষ গর্তে নিয়ে যায়। কৃষকেরা খেতের ধান বাড়িতে পৌঁছাতেই হাঁপিয়ে ওঠে। এ মৌসুমে অনেকই দিন পার করে ফসলের মাঠে ইঁদুরের গর্তের ধান সংগ্রহ করে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, এভাবে ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করা নিরাপদ না। ইঁদুর নিধনের ফাঁদ এবং রাসায়নিক পদ্ধতিতে ইঁদুর দমন করা সম্ভব। এতে কৃষকেরা উপকৃত হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত