Ajker Patrika

সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১০: ৪৪
সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুর সদর উপজেলার ডগরী এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৫৮ শতাংশ সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিয়েছেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার ডগরী এলাকায় উদ্ধার হওয়া সরকারি জমিতে সমাজের হতদরিদ্র ও ভূমিহীনদের বসবাসের জন্য মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। কিন্তু ওই জমি দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছু লোক অবৈধভাবে দখল করে রেখেছিল। অবৈধ দখলদারদের জমি ছেড়ে দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া হলেও তাঁরা স্থাপনা সরিয়ে নেননি। ফলে বিঘ্নিত হচ্ছিল আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ। এ কারণে রোববার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম মান্নান, জয়দেবপুর থানার উপপরিদর্শক মাজহারুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত