Ajker Patrika

অভিজ্ঞদের ওপর ভরসা রাখল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১১: ৩১
অভিজ্ঞদের ওপর ভরসা রাখল বাংলাদেশ

সিনিয়রদের বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে তারুণ্যনির্ভর এক টি-টোয়েন্টি দল পাঠিয়েছিল বিসিবি। এশিয়া কাপের দলে অবশ্য আগের মতোই অভিজ্ঞদের ওপরই ভরসা রাখা হয়েছে। দলে ফিরেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এমনকি কোনো পারফরম্যান্স ছাড়াই ফিরেছেন সাব্বির রহমান।

আস্থায় মাহমুদউল্লাহ
অনেক দিন হলো ঠিক নিজের সেরা ছন্দে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। সাদা বলের ক্রিকেটে তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক প্রশ্ন। অধিনায়কত্ব হারিয়েছেন, এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার গুঞ্জনও ছিল। তবে আরেকটা সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ। তাঁকে দলে রাখার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এশিয়া কাপ অনেক বড় টুর্নামেন্ট। এই জায়গায় অভিজ্ঞদের বিবেচনায় না নিয়ে অন্য কাউকে চিন্তা করা ঝুঁকিপূর্ণ হবে।’

৩ বছর পর সাব্বিরের ফেরা
এশিয়া কাপের দল ঘোষণার আগে ক্রিকেটারদের চোটের তালিকাটা দীর্ঘই ছিল। চিন্তা বাড়িয়েছে খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে তাই আবার দলে ফেরানো হয়েছে। সাব্বিরকে এশিয়া কাপের স্কোয়াডে যোগ করার ব্যাখ্যায় নান্নু বলেন, ‘টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ওর খেলার অভিজ্ঞতা আছে, তাই দলে নেওয়া হয়েছে। যেহেতু এবার আমাদের চোটের সংখ্যা বেশি, তাই একজন বাড়তি মিডল অর্ডার ব্যাটার দরকার। আর সাব্বিরকে “এ” দলের হয়ে উইন্ডিজে পাঠিয়েছি। সেখানে খেলে আরেকটু আন্তর্জাতিক আবহ পাবে।’

 ওপেনার চার থেকে দুই
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ওপেনার ছিলেন চারজন। এশিয়া কাপের ১৭ সদস্যের দলে সংখ্যাটা কমে এসেছে দুজনে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন লিটন দাস। ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চোটে পড়ায় লিটনকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি। দলে রাখা হয়নি আরেক ওপেনার মুনিম শাহরিয়ারকেও। পাঁচ ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারেননি মুনিম। রান করেছেন ৩৪, সর্বোচ্চ ১৭ রান। তবে নির্বাচক প্যানেলের এক সদস্য আজকের পত্রিকাকে জানিয়েছেন, তাঁকে বিশ্রামে রাখা হয়েছে।

টি-টোয়েন্টি দলেও ইবাদত 
টেস্ট দলের নিয়মিত মুখ পেসার ইবাদত হোসেন। ওয়ানডেতে লম্বা সময় স্কোয়াডের সঙ্গে থাকলেও অভিষেক হয়েছে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে। সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ বোলিং করে সাদা বলেও নিজের কার্যকারিতা প্রমাণ করেন। এরই ধারাবাহিকতায় এবার টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন ইবাদত। এশিয়া কাপের দলে থাকা পাঁচ পেসারের একজন তিনি। ইবাদতকে দলে রাখার ব্যাখ্যায় বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘ইবাদত সর্বশেষ বিপিএলে খুব ভালো করেছে। সেই চিন্তা থেকে ওকে দলে নেওয়া হয়েছে।’

আছেন সোহানও
জিম্বাবুয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হয়ে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। ভাগ্যের ছোঁয়া না পেলে যা হয়, দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলের চোটে পড়ে সফরই শেষ হয়ে যায় তাঁর। কমপক্ষে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সোহানকে। তবে এশিয়া কাপের দলে তাঁকেও রেখেছে বিসিবি। সোহানকে নিয়ে নান্নু বলেন, ‘সোহানের চোট থাকলেও ২১ আগস্ট হাতের সেলাই খোলার কথা। সেখানে আশা করছি ইতিবাচক কিছু হবে। সে যদি খেলতে পারে সেই আশা থেকে দলে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত