Ajker Patrika

কুবি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

কুবি প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৪৬
কুবি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে  শিক্ষার্থীদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের মেধা তালিকা তৈরি করা হবে। যার মধ্যে ১০০ নম্বর আসবে ভর্তি পরীক্ষা থেকে। বাকি ১০০ নম্বর আসবে ভর্তীচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল থেকে। এ নিয়ে কুবির বর্তমান ও ভর্তি– ইচ্ছুকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

ভর্তীচ্ছু শিক্ষার্থীদের অনেকেই বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে বলেছিল অটো পাশের ফল নয়, গুচ্ছের ফল দিয়ে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হবে। তাহলে আজ আমাদের এত দুর্ভোগ কেন?’

অনন্যা অনি বলেন, কুবি জিপিএতে ১০০ নম্বর রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেটা কম জিপিএ প্রাপ্ত কিন্তু গুচ্ছতে ভালো স্কোর পাওয়া শিক্ষার্থীর জন্য অভিশাপ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয় যেহেতু কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, তাই আমরাও গুরুত্বের সঙ্গে বিষয়টি আগামীকাল অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে উপস্থাপন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত