Ajker Patrika

করোনা ও উপসর্গে আরও দুজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ৩১
করোনা ও উপসর্গে আরও দুজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের একজন ও শেরপুরের একজন রয়েছেন। তাঁরা দুজনই নারী। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

এ নিয়ে চলতি নভেম্বর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হলো। এর আগে গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে করোনা ও উপসর্গে এক হাজার ১৩৩ জনের মৃত্যু হয়।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র মহিউদ্দিন খান বলেন, করোনা ইউনিটে নতুন পাঁচজন ভর্তিসহ ৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া চারজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি বলে জানান সিভিল সার্জন নজরুল ইসলাম। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৫২৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় উপসর্গে তিনজনের মৃত্যু হয়। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এদিন করোনা ইউনিটে নতুন চারজনসহ ৪৪ জন রোগী ভর্তি ছিলেন। ১১৮টি নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

গাজীপুরে রাস্তা বন্ধ করে চলাচল করা সেই পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

নারীর সঙ্গে ঝগড়ার পর রূপসা সেতু থেকে নিচে লাফ দেন সাংবাদিক বুলু: কোস্ট গার্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত