Ajker Patrika

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত

আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের  নাগরিক নিহত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। গত সোমবার জেরিকো নামক এলাকায় এই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহত লোকটি একজন মোটরিস্ট। ওই ব্যক্তি ইসরায়েলেরও নাগরিক বলে জানা গেছে।

ইসরায়েল কর্তৃপক্ষ বলছে, গত সোমবার বেশ কয়েকজন ফিলিস্তিনি হামলাকারী জেরিকো মহাসড়কে গুলি চালায়। তখনই এই মার্কিন নিহত হন। 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘রোববার ইসরায়েলি দুই ভাই ও সোমবার মার্কিন-ইসরায়েলি নিহতের ঘটনায় আমরা শোক প্রকাশ করছি।’

বার্তা সংস্থা এএফপি বলছে, নিহত মার্কিন-ইসরায়েলি ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি প্রাইস। তবে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম নাইডস এক টুইটে বলেন, নিহত ব্যক্তি একজন পুরুষ। এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তিনি।

নাবলুসের ঘটনার জেরে গত রোববার রাতে হুওয়ারা এলাকায় বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ২৫০ জন ফিলিস্তিনি আহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। জর্ডানে দুই পক্ষের মধ্যে বৈঠকের সময় এই ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সামেহ আকলাস নামের ৩৭ বছর বয়সী এক ব্যক্তি জাতারা এলাকায় নিহত হয়েছেন। এর আগে ইয়াগেল ইয়ানিভ ও হ্যালেল ইয়ানিভ নামের দুই ভাই নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত