Ajker Patrika

তেলুগু সিনেমায় নোরার বড় সুযোগ

তেলুগু সিনেমায় নোরার বড় সুযোগ

তেলুগু ইন্ডাস্ট্রি, সংক্ষেপে যাকে ডাকা হয় ‘টলিউড’ নামে, সেখানে আগেও কাজ করেছেন নোরা ফাতেহি। এ ইন্ডাস্ট্রির ‘টেম্পার’, ‘বাহুবলি’ ও ‘ওপিরি’ সিনেমাগুলোতে দেখা গেছে তাঁকে। তবে অভিনয়ে নয়, আইটেম গানে। ভালো নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি আছে নোরার। বলিউড, টলিউড ছাড়াও অনেক তামিল ও মালয়ালম সিনেমার আইটেম গানে নেচেছেন নোরা।

এ ধরনের গানে নির্মাতা-প্রযোজকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে নোরার নাম। তিনিও নিজের নৃত্যের দক্ষতা দিয়ে ঝড় তোলেন দর্শকের মনে।
এবার প্রথমবারের মতো তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ পেলেন নোরা ফাতেহি। ‘মাটকা’ নামের এ সিনেমায় তাঁর নায়ক জনপ্রিয় তেলুগু অভিনেতা বরুণ তেজ। করুণা কুমারের পরিচালনায় সম্প্রতি শুরু হয়েছে শুটিং।

এ সিনেমায় অভিনয় করা নিজের ক্যারিয়ারের অন্যতম বড় সুযোগ হিসেবে দেখছেন নোরা। প্রথম দিনের শুটিংয়ের পর উচ্ছ্বসিত নোরা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরিচালক করুণা কুমারের সঙ্গে মাটকা সিনেমা করছি। এ সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে গল্পের বিস্তার—সবই অসাধারণ। শুটিংয়ের শুরুটা দারুণ হলো।’
বলিউড হাঙ্গামা জানিয়েছে, তেলুগু ইন্ডাস্ট্রির যে আইটেম গানগুলোতে পারফর্ম করেছেন নোরা, সেগুলোর জনপ্রিয়তা দেখেই ‘মাটকা’র জন্য নির্বাচন করা হয়েছে তাঁকে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা করুণা বলেন, ‘সিনেমার প্রধান নারী চরিত্রটি করছেন মীনাক্ষি চৌধুরী। আর নোরা থাকছেন আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এত দিন যেসব তেলুগু দর্শক তাঁকে গ্ল্যামারাস আইটেম গানে নাচতে দেখেছে, এটা তাদের জন্য বড় সারপ্রাইজ। তবে শুধু অভিনয় নয়, মাটকার একটি আইটেম গানেও পারফর্ম করবেন নোরা।’

মাটকা সিনেমাটি তৈরি হচ্ছে একটি বাস্তব ঘটনা অবলম্বনে। ক্রাইম ড্রামা ঘরানার এ সিনেমার প্রেক্ষাপট ১৯৫৮ থেকে ১৯৮২ সাল। ওই সময়ের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল, সেটাই উঠে আসবে পর্দায়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তাই এ সিনেমার গুরুত্ব অনেক, মনে করছেন নির্মাতা। তবে কোন ঘটনা নিয়ে কাজ করছেন তিনি, সেটা নির্দিষ্ট করে বলেননি। জানা গেছে, শুধু তেলুগু দর্শকই নয়, মাটকা দেখতে পারবেন ভারতের অন্যান্য ভাষার দর্শকও। তেলুগু ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দিতে মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত