Ajker Patrika

আওয়ামী লীগের প্রার্থী বদল চেয়ে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৮: ০৪
আওয়ামী লীগের প্রার্থী বদল চেয়ে বিক্ষোভ

মানিকগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদল চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার দিঘী ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মতিন মোল্লার পরিবর্তন চেয়ে এ কর্মসূচি পালন করা হয়।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে জেলা শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল করেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে দিঘী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আজহার আলী, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, দিঘী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সবজেল প্রমুখ উপস্থিত ছিলেন।

দিঘী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদশা বাহাদুর বলেন, ‘বর্তমান চেয়ারম্যান ৫ বছরে আমাদের কোনো ধরনের সহযোগিতায় ও কোনো কর্মকাণ্ডে পাশে দাঁড়ান নাই। বরং বিভিন্ন সময়ে নানাভাবে হয়রানি করেছেন।’

আব্দুল মতিন মোল্লা বলেন, ‘যারা আমার বিরুদ্ধে মিটিং মিছিল করছে, তারা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। বিষয়টি কেন্দ্রীয় নেতা-কর্মীদের জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত