Ajker Patrika

‘পেশিশক্তি দেখালে কঠোর ব্যবস্থা’

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ০১
‘পেশিশক্তি দেখালে কঠোর ব্যবস্থা’

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেছেন, ‘কোনো প্রার্থী ও তাঁর সমর্থকেরা পেশিশক্তি প্রদর্শন করার চেষ্টা করলে এবং অবৈধভাবে ব্যালটে হাত দেওয়ার চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে। নির্বাচনে সহিংসতা হলে কেন্দ্র স্থগিত ও প্রার্থিতা বাতিল করা হবে।’ গজারিয়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের সঙ্গে গতকাল আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এনামুল আহসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহম্মেদ, গজারিয়া থানার ওসি মো. রইস উদ্দীন, গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব, রিটার্নিং কর্মকর্তা জাকির হোসন প্রমুখ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিজিবি ও র‍্যাব মোতায়েন থাকবে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে ও অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচনে সংশ্লিষ্টদের বলা হয়েছে। উপজেলার ৭টি ইউপির নির্বাচন যেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধ পরিকর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত