Ajker Patrika

ময়লায় ঢেকে যাচ্ছে সড়ক

শিমুল চৌধুরী, ভোলা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ১৫
ময়লায় ঢেকে যাচ্ছে সড়ক

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের পৌর কাঠালী এলাকায় পাকা সড়ক ধীরে ধীরে ময়লা-আবর্জনার স্তূপের নিচে চলে যাচ্ছে। পৌর এলাকার সব ময়লা-আবর্জনা পৌরসভার ময়লাবাহী ট্রাক দিয়ে এখানে ফেলা হচ্ছে। ওই সড়কের পাশে পৌরসভার ক্রয় করা জমির ডাম্পিং জোনে পৌর এলাকার ময়লাগুলো ফেলার পর এখন রাস্তার ওপরে ময়লা-আবর্জনা ফেলছে পৌর কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, ভোলা জেলা সদরের বাইরের ছয় উপজেলার বাসিন্দাদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। তাদের এই সড়ক দিয়ে ঢাকার উদ্দেশে ভোলা খেয়াঘাট ও বরিশালের উদ্দেশে ভেদুরিয়া লঞ্চঘাট যাতায়াত করতে হচ্ছে। এ ছাড়া সদর উপজেলার ব্যাংকেরহাট, ভেলুমিয়া, পৌর কাঠালী এলাকাসহ বিভিন্ন এলাকায় বহু মানুষ চলাচল করছে। এ সড়ক দিয়েই যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, মোটরসাইকেল, মাইক্রোবাস, নসিমন-করিমন, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা-সাইকেলসহ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানবাহন চলাচল করছে। ওই এলাকার পাশে অবস্থিত আলহাজ্ব সুলতান আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও স্কুলে যাতায়াত করছে প্রতিদিন। রাস্তার ওপরে ময়লার দুর্গন্ধে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাদের প্রতিদিন ওই এলাকা দিয়ে নাক চেপে ধরে যাতায়াত করতে হচ্ছে। উপজেলার ব্যস্ততম সড়কে দীর্ঘদিন ধরে এমন চিত্র দেখে বিরক্ত হয়ে গেছে সবাই। এর ফলে সড়ক ও জনপথ বিভাগের চওড়া এই রাস্তাটি ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। প্রায় দুই বছর ধরে সড়কের ওপরে এই ময়লা-আবর্জনা পড়ে থাকায় বছরের পর বছর এভাবে আবর্জনা পড়ে থাকায় দুর্ভোগ বেড়েই চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ থেকে রক্ষা পেতে স্থানীয়রা মানববন্ধন করলেও কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, কুকুর-বিড়াল, কাক ও শালিক পাখি রাস্তার ওপরে জমে থাকা ময়লাগুলো খাচ্ছে। আর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াদৌড়ি করছে।

এ ব্যাপারে আলীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক সোহাগ বলেন, ‘আমার বাড়ি এই এলাকায়। যাত্রী নিয়ে এলাকা থেকে সড়কে জমে থাকা ময়লার স্তূপের সামনে দিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিদিন। দুর্গন্ধে প্রচুর গ্যাসের লইগ্যা দমটম বন্ধ হইয়া যায়। ময়লার পানিতে গাও ভইরা যায়।’

স্থানীয় চায়ের দোকানি জুয়েল বলেন, ‘ময়লার স্তূপ থেকে আমার চায়ের দোকান প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত। তবুও ময়লার দুর্গন্ধে এখানে চা বিক্রি করতে পারছি না।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা গরিব মানুষ। কী আর কমু? গাড়ির চাকার লগে, বাতাসের লগে গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। এ এলাকা দিয়ে যাওয়া-আসা কঠিন হয়ে যায়।’

আলীনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম তরু বলেন, ‘প্রায় দুই বছর ধরে পৌরসভার ময়লা-আবর্জনার দুর্গন্ধে কষ্টে দিন কাটাইতাছি। এই ময়লাগুলো গাড়ির চাকার নিচে পড়ে ছড়িয়ে পড়েছে পুরোসড়কে। এর ফলে পরিবেশ দূষিত হয়ে গেছে। মশা-মাছির উপদ্রবও বাড়ছে।’ তিনি বলেন, ‘এ থেকে রক্ষা পেতে এলাকাবাসী গত প্রায় দুই মাস আগে মানববন্ধন কর্মসূচিও পালন করেছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।’

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদ বলেন, ‘সড়কের ওপরে ময়লার স্তূপের কারণে এখন এখানকার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে গেছে। এ থেকে মুক্তি পেতে ইতিপূর্বে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। কিন্তু কর্ণপাত করছেন না।’

ভোলা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. ফারুক জানান, পৌরসভার একমাত্র ভেকুটি নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে ময়লা ফেলা সম্ভব হচ্ছে না। তাই ময়লাগুলো রাস্তায় জমা হচ্ছে। তিনি বলেন, ‘ভেকুর চালক একবার চট্টগ্রাম থেকে নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ আনলেও তা খাটেনি। ফলে আবার ঢাকা থেকে যন্ত্রপাতি আনা হয়েছে। তবে, খুব শিগগিরই ভেকু মেরামত করা হলে এই সমস্যার সমাধান সম্ভব হবে।’

ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, ‘পৌরসভার জন্য এটা এখন একটা বিষফোড়া হয়ে গেছে। বিষয়টির ব্যাপারে আমরা নিজেরাও বিব্রত।’ তিনি বলেন, ‘সেখানে একটা ভেকু সব সময় থাকা দরকার। কিন্তু আমাদের পুরোনো একটা ভেকু ছিল। সেটিও যান্ত্রিক সমস্যার কারণে গত দুই বছর ধরে কোনো কাজ করা যাচ্ছে না। তাই ওই এলাকার সড়কে প্রতিদিন আবর্জনা ফেলে ভাগাড়ে পরিণত করেছে। দুই দিন আগে ডিসি স্যারও আমাকে এ বিষয়ে তাগাদা দিয়েছেন। তবে, ভেকুর যন্ত্রাংশের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই ভেকুটি মেরামত করা যাবে। তখন আর এ সমস্যা থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত