Ajker Patrika

‘তিস্তায় বাঁধ নির্মাণে বরাদ্দ ৫০ কোটি’

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৩: ৪৪
‘তিস্তায় বাঁধ নির্মাণে বরাদ্দ ৫০ কোটি’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রতিবছর বন্যায় তিস্তাপাড়ের মানুষ ঘরবাড়ি হারান। এতে অনেকে সর্বস্বান্ত হয়ে পড়েন। ওই সব মানুষের আর দুশ্চিন্তার কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তা দিয়ে তিস্তার তীরে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘তিস্তা নদীর ভাঙনরোধে ৫০ কোটি টাকা কিছুই নয়। প্রধানমন্ত্রী তিস্তার ভাঙনরোধে আপনাদের কথা চিন্তা করে বাঁধ নির্মাণ করতে যত টাকা লাগবে তা দেবেন। আপনাদের দুঃখ ঘোচাতে প্রধানমন্ত্রী বেড়িবাঁধ নির্মাণ করবেন।’

গত রোববার সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা চৌরাহা এলাকায় তিস্তার বামতীর সংরক্ষণ কাজের উদ্বোধনের সময় সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার প্রমুখ।

এরপর মন্ত্রী আদিতমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দক্ষিণ বালাপাড়া কামিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত